Happy Birthday Shruti Haasan: পরিচয় গোপন রাখতে অন্য নামে স্কুলে পড়তেন কমল কন্যা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
কমল হাসান ও সারিকার বড় মেয়ে শ্রুতি নিজেও একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী
advertisement
1/7

দেশের স্টার কিডদের মধ্যে অন্যতম তিনি। তবে কমল হাসান (Kamal Haasan) আর সারিকার (Sarika) এই বড় মেয়ে শ্রুতি হাসান (Shruti Haasan) সৌন্দর্য এবং অভিনয় প্রতিভায় একটা নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছেন ভক্তদের মনে। আজ তাঁর ৩৫তম জন্মদিন। সেই উপলক্ষ্যে ফিরে দেখা যাক নায়িকাকে নিয়ে এমন কিছু তথ্য যা রীতিমতো চমকে দেওয়ার ক্ষমতা রাখে!
advertisement
2/7
১. আত্মপরিচয় গোপন স্কুলে পূজা রামচন্দ্রন নাম নিয়ে পড়াশোনা করতেন শ্রুতি। আসল নামটা তোলা ছিল কেবল স্কুলের খাতায়। এর উদ্দেশ্য ছিল একটাই- লোকে যাতে তাঁকে বিখ্যাত মা-বাবার সন্তান হিসেবে বাড়তি সুবিধা না দেয়! তাঁর এবং পরিবারের এই দৃষ্টান্ত নিঃসন্দেহে অনেকের কাছেই শিক্ষণীয়।
advertisement
3/7
২. মনের কথার খোঁজ শ্রুতি পড়াশোনা করেছেন সাইকোলজি নিয়ে। সেন্ট অ্যান্ড্রুজ কলেজ থেকে তিনি এই সাবজেক্টে স্নাতক হন। পরে তাঁর মিউজিক নিয়ে কাজ করার ইচ্ছা হয়। সেই ইচ্ছা পূরণের জন্য তিনি পাড়ি দেন মার্কিন মুলুকে। এর অনেক পরে অভিনয় জগতে কাজ করার সিদ্ধান্ত নেন তিনি।
advertisement
4/7
৩. পায়ে পায়ে আনন্দ জুতোর প্রতি তাঁর ভালোবাসা যে অদম্য, সে কথা নিজেই এক ইন্টারভিউতে সবাইকে জানিয়েছিলেন নায়িকা। এটাও কবুল করতে দ্বিধা বোধ করেননি যে তাঁর শ্যু-ড্রোবে ১০০ জোড়া জুতো রয়েছে! আশা করাই যা, ভবিষ্যতে সংখ্যাটা বাড়বে বই কমবে না!
advertisement
5/7
৪. নৃত্যপারঙ্গমা গানের পাশাপাশি নাচের ক্ষেত্রেও বেশ সাবলীল এই ভারতীয় ছবির নায়িকা। কুচিপুড়ির মতো শাস্ত্রীয় নৃত্যশিল্প তাঁর শেখা। দেশের অনেক নায়িকা, বিশেষ করে দক্ষিণের নায়িকারা নাচে দক্ষ হলেও শ্রুতির ব্যাপারটা একটু আলাদা। যদিও এই নাচ নায়িকা ছোটবেলা থেকে শেখেননি। ওহ মাই ফ্রেন্ড নামে এক ছবিতে অভিনয়ের প্রয়োজনে এই নাচ শেখাটা দরকার ছিল। কিন্তু শ্রুতি প্রয়োজনীয় অংশগুলো রিহার্সাল করে পিছিয়ে আসেননি, শিখেছিলেন পুরো নৃত্যকলাই!
advertisement
6/7
শ্রুতি আপাতত তেলুগু ছবি পিট্টু কাতালু (Pittu Kathalu)-র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। চার পর্বের এই ছবিটি পরিচালনা করছেন চারজন পৃথক পৃথক পরিচালক।
advertisement
7/7
ছবিতে আরও অনেক অভিনেতার পাশাপাশি শ্রুতির সঙ্গে স্ক্রন শেয়ার করবেন বিখ্যাত দক্ষিণী তারকা জগপতি বাবু (Jagapati Babu)।