TRENDING:

Amitabh Bachchan Rekha Controversy: শুটিংয়ের ফাঁকে অমিতাভের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত... এ কী করছেন! রেখাকে কষিয়ে চড় মারেন জয়া

Last Updated:
শোনা যায়, ওই ছবির শুট চলাকালীন একদিন জয়া আসেন অমিতাভের সঙ্গে দেখা করতে। তখনই অন্তরঙ্গ মুহূর্তে রেখার সঙ্গে স্বামীকে দেখে ফেলেন জয়া। শোনা যায়, তারপর তিনি নিজেকে আর সামলাতে পারেননি। কষিয়ে এক থাপ্পড় মেরে দেন।
advertisement
1/7
শুটিংয়ের ফাঁকে অমিতাভের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে... রেখাকে কষিয়ে চড় মারেন জয়া
বলিউডের অন্দরে অন্যতম চর্চিত জুটি অমিতাভ-রেখা। পর্দায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। তাঁদের নিয়ে চর্চাও কম নেই।
advertisement
2/7
কেরিয়ারের প্রথম দিনগুলিতে রেখা এবং জয়ার বন্ধুত্ব ভালই ছিলেন। অমিতাভ বচ্চনের সঙ্গে জয়ার বিয়ের পর তাঁদের সম্পর্কের অনেকটাই প্রভাব পড়তে শুরু করে। ৭র দশকে, রেখার নাম অমিতাভের সঙ্গে জুড়ে যায়। আজও তাঁদের প্রেমের গল্প বলিউডে বেশ বিখ্যাত। তারপরেই শুরু হয় বিতর্ক।
advertisement
3/7
৮০-র দশকে রেখা-অমিতাভের প্রেম নিয়ে গুঞ্জন ছিল চরম পর্যায়ে৷ প্রত্যেক বলিউড গসিপ ম্যাগাজিনের পাতায় রেখা-অমিতাভের প্রেমের খবর৷ ২০২৪-এও বিতর্কিত রেখা।
advertisement
4/7
ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, জিনাত আমন ও রেখা রাম বলরাম নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নেননি তিনি।
advertisement
5/7
শোনা যায়, ওই ছবির শুট চলাকালীন একদিন জয়া আসেন অমিতাভের সঙ্গে দেখা করতে। তখনই অন্তরঙ্গ মুহূর্তে রেখার সঙ্গে স্বামীকে দেখে ফেলেন জয়া। শোনা যায়, তারপর তিনি নিজেকে আর সামলাতে পারেননি। কষিয়ে এক থাপ্পড় মেরে দেন।
advertisement
6/7
আবার শোনা যায়, ইরানীয় নৃত্যশিল্পীর সঙ্গে অমিতাভের ঘনিষ্ঠতার খবরে নিজেকে রীতিমতো প্রতারিত মনে করছিলেন রেখা৷ অমিতাভের ফিল্মের সেটে পৌঁছে অমিতাভের মুখোমুখি হন রেখা৷ স্পষ্ট প্রশ্ন করেন ওই ইরানীয় নৃত্যশিল্পীকে নিয়ে৷ শোনা যায়, সেই সময় তুমুল ঝগড়া হয়েছিল দু’জনের মধ্যে৷ এমন অশ্লীল অভিযোগে রীতিমতো রেগে গিয়েছিলেন অমিতাভ৷ একসময় কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছয় যে রেখাকে সজোড়ে একটি থাপ্পড় মারেন অমিতাভ৷
advertisement
7/7
অমিতাভ-রেখার সম্পর্ক, বলিউডের চিরকালীন না পূরণ হওয়া প্রেমের কিংবদন্তী৷ এমন অনেক গল্প রয়েছে যা এখনও বলিউডের আনাচে কানাচে ঘুরে বেড়ায়৷ অমিতাভের প্রতি গভীর প্রেম, তা সত্ত্বেও একের পর এক বিয়ে৷ অথচ কোনও বিয়েই থিতু করতে পারেনি রেখাকে৷ অমিতাভ বচ্চন যখন স্ত্রী, সন্তান, নাতি-নাতনি নিয়ে ভরা সংসার যাপন করছেন৷ রেখা তখন একা৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Amitabh Bachchan Rekha Controversy: শুটিংয়ের ফাঁকে অমিতাভের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত... এ কী করছেন! রেখাকে কষিয়ে চড় মারেন জয়া
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল