TRENDING:

Bollywood Gossip: ‘তোমার বাচ্চাটা কি...,’ চূড়ান্ত কুৎসিত ইঙ্গিত করেছিলেন রাজেশ খন্না! ছেড়ে দেননি, পাল্টা উত্তর দিয়েছিলেন মৌসুমিও

Last Updated:
রাজেশ খন্না ছিলেন সে সময়ে সবচেয়ে বড় হিরো৷ বলা চলে বলিউডের প্রথম সুপারস্টার৷ তাঁর সঙ্গেও বহু সিনেমা পাশাপাশি অভিনয় করেছিলেন মৌসুমি৷
advertisement
1/10
‘তোমার বাচ্চাটা কি...,’ চূড়ান্ত কুৎসিত ইঙ্গিত করেছিলেন রাজেশ খন্না! উত্তরও পেয়েছিলেন
বলিউড এমনই একটা জায়গা যেখানে প্রায়ই মজার মোড়কে কুরুচিকর মন্তব্য ভাসিয়ে দেওয়া হয়৷ সেটা যে কারও কারও ক্ষেত্রে সম্মানহানি কারক হচ্ছে, তা নিয়ে মনে হয় মাথাব্যথা করে না কেউ৷
advertisement
2/10
সম্প্রতি এমনই এক ঘৃণ্য অভিজ্ঞতার কথা একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে শেয়ার করেছেন প্রবীণ বাঙালি অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়৷
advertisement
3/10
নয়নদীপ রক্ষিতের সাথে কথা বলতে গিয়ে অভিনেত্রী মৌসুমি রাজেশ খন্না সম্পর্কিত এমন কথা বলেছেন, যা তিনি এর আগে কখনও উল্লেখ করেননি৷
advertisement
4/10
রাজেশ খন্না ছিলেন সে সময়ে সবচেয়ে বড় হিরো৷ বলা চলে বলিউডের প্রথম সুপারস্টার৷ তাঁর সঙ্গেও বহু সিনেমা পাশাপাশি অভিনয় করেছিলেন মৌসুমি৷
advertisement
5/10
তবে এখানে বলে রাখা দরকার, অভিনেত্রী হওয়ার জন্যে নয়, গীতিকার হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ হিসাবেই মুম্বইয়ে মাত্র সতের বছর বয়সে পা রেখেছিলেন মৌসুমি৷ পরে তাঁর সিনেমার জগতে অভিনয়৷ বালিকা বধূর ছাড় অভিনয় জীবনের শুরু থেকেই মৌসুমি ছিলেন বিবাহিত, হেমন্তের পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়ের স্ত্রী৷ তাঁর দুই কন্যা সন্তানও ছিল৷
advertisement
6/10
সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রবীণ অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায় প্রয়াত সুপারস্টার রাজেশ খন্নার একটি মন্তব্যের কথা মনে করেন৷ মৌসুমি জানান, সেই সময় রাজেশ খন্না তাঁকে একটি ‘অপমানজনক’ মন্তব্য করেছিলেন৷
advertisement
7/10
রাজেশ খন্না মৌসুমিকে ইঙ্গিত দিয়েছিলেন যে, তাঁর মেয়ে তার স্বামী জয়ন্তর সন্তান নয় বরং বিনোদ মেহরার সন্তান হতে পারে। খুব স্বাভাবিক ভাবেই রাজেশ খন্নার এই কথায় তীব্র বিরক্তি অনুভব করেছিলেন মৌসুমি৷ সঙ্গে সঙ্গে দিয়েছিলেন পাল্টা উত্তর৷ রাজেশ খন্না বিরাট বড় সুপারস্টার বলে কথাটা হজম করেননি৷
advertisement
8/10
নয়নদীপ রক্ষিতের সাথে কথা বলতে গিয়ে, অভিনেত্রী বলেন, ‘‘হাসিঠাট্টার আড়ালে পুরুষদের এই ধরনের মন্তব্য তখন খুব চলত৷ প্রতিটি মানুষই, সে যে মর্যাদারই হোক না কেন, সমান সম্মান পাওয়ার যোগ্য।’’ তাই নিজের অপমানের প্রত্যুত্তরও দিয়েছিলেন মৌসুমি৷
advertisement
9/10
রাজেশ খন্নার কটাক্ষের পাল্টা মৌসুমি বলেছিলেন, ‘‘আমি ওঁকে জিজ্ঞাসা করেছিলাম, ‘এটা (রাজেশ খন্নার মেয়ে) ঋষি কাপুরের সন্তান, নাকি তোমার?'’’ মৌসুমি ডিম্পল কাপাডিয়া ও রাজেশ খন্নার সন্তানদের পিতৃপরিচয় নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছিলেন। মৌসুমির এই কথার পরে আর কথা বলতে পারেননি রাজেশ৷
advertisement
10/10
ওই ঘটনার পরেও দু’জনে এক সিনেমায় অভিনয় করেছিলেন৷ কিন্তু, এর পর থেকে মৌসুমির থেকে দূরত্বই বজায় রাখতেন রাজেশ খন্না৷ মৌসুমি এবং রাজেশ খন্না প্রেম বন্ধন, অনুরাগ, বিজয়, ঘর পরিবার এবং হামশকলের মতো অনেক উল্লেখযোগ্য সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: ‘তোমার বাচ্চাটা কি...,’ চূড়ান্ত কুৎসিত ইঙ্গিত করেছিলেন রাজেশ খন্না! ছেড়ে দেননি, পাল্টা উত্তর দিয়েছিলেন মৌসুমিও
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল