Bollywood Gossip: একই জিন্স পরে ১০ ছবির হিরো, এখন ৪২৭ কোটি টাকার মালিক এই সুপারস্টার কে জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: ব্লকবাস্টার নায়ক অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন। বলিউড সূত্রে খবর, এই মুহূর্তে অজয় ৪২৭ কোটি টাকার মালিক।
advertisement
1/7

জীবনের ওঠানামা সকলেরই রয়েছে। তবে সাধারণ মানুষেরই শুধু নয়, এমনই ভয়াবহ জীবনযুদ্ধ রয়েছে বলিউডের একাধিক তারকারও। আপনি কি জানেন, বর্তমানের এক তারকা অভিনেতা এক সময় দিনের পর দিন এক জোড়া জিন্স পরেই বহু ছবিতে অভিনয় করেছেন।
advertisement
2/7
ধরতে পারলেন কোন অভিনেতা ইনি? হ্যাঁ, ঠিকই ধরেছেন অজয় দেবগণ। বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণের ছেলে অজয়। প্রথম ছবি ছিল ফুল অওর কাঁটে।
advertisement
3/7
সেই ছবি মুক্তির পর তাঁর ভাগ্য বদলে যায়। একের পর এক সুপারহিট ছবি রয়েছে অজয়ের ঝুলিতে। দিলওয়ালে, দিলজ্বলে, ইশক, পেয়ার তো হোনা হি থা, জখম, ভগত সিং, সিংঘম, গোলমাল, দৃশ্যম, শয়তান, ভোলা-র মতো ছবি রয়েছে অজয়ের।
advertisement
4/7
কোটি কোটি ভক্তসংখ্যা, সুপারহিট নায়িকা কাজলের স্বামী অজয় দেবগণ। ব্লকবাস্টার নায়ক অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন। বলিউড সূত্রে খবর, এই মুহূর্তে অজয় ৪২৭ কোটি টাকার মালিক।
advertisement
5/7
সম্প্রতি তাঁর জন্মদিনে একটি সাক্ষাৎকারে অজয় বলেছিলেন, ৯০ দশকে তিনি ও অক্ষয় কুমার বছরে ১০টি ছবি করতেন। একাধিক ছবিতে একই জিন্স ও শার্ট পরে অভিনয় করতেন তিনি।
advertisement
6/7
রোজগারের তাড়নায় একের পর এক ছবি করতেন অজয়। শ্যুটিংয়ের ফাঁকে যাতে সময় নষ্ট না হয়, সে কারণে একই জিন্সের উপর শুধু শার্ট বদলে শট দিতেন।
advertisement
7/7
শুরুর দিকে ছবি করার জন্য এক লক্ষ টাকা পারিশ্রমিক পেতেন অজয়। এখন অজয় দেবগণ একেকটি ছবি করার জন্য ১৬ থেকে ২০ কোটি টাকা পারিশ্রমিক পান।