Bollywood Gossip: 'রং মেখে মেয়েদের সঙ্গে...', রাজ কাপুরের বিখ্যাত হোলি পার্টিতে কী হত জানেন? মুখ খুললেন রণধীর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: বিখ্যাত আরকে স্টুডিওতে হোলি পার্টির আয়োজন হত, যেখানে বলিউডের সব অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী একত্রিত হতেন। কিন্তু পার্টি আচমকা বন্ধ হয়ে যায়। কারণ শুনলে মাথা ঘুরে যাবে।
advertisement
1/11

বলিউডের স্বপ্নকারবারী রাজ কাপুর। প্রয়াত অভিনেতা এক সময় হোলি উপলক্ষে বিরাট পার্টির আয়োজক ছিলেন। বিখ্যাত আরকে স্টুডিওতে কিংবদন্তি হোলি পার্টির আয়োজন হত, যেখানে বলিউডের সবাই রঙের উৎসব উদযাপন করতে একত্রিত হত। কিন্তু পার্টি বহু বছর হল বন্ধ। কারণ শুনলে মাথা ঘুরে যাবে।
advertisement
2/11
হোলির সেই পার্টি আর স্টুডিওতে হয় না, কাপুর পরিবারের সদস্যরা প্রায়শই তাঁদের স্মৃতি মনে করে হোলি পার্টির কথা শেয়ার করেন।
advertisement
3/11
রাজ কাপুরের ছেলে অভিনেতা রণধীর কাপুর, যাঁর আরও একটি পরিচয় তিনি করিশমা ও করিনা কাপুরের বাবা, সেই হোলি পার্টির স্মৃতিরোমন্থন করেছেন। একবার কপিল শর্মার শোতে হাজির হয়েছিলেন রণধীর এবং সেখানেই হোলি পার্টির কথা বলেছিলেন।
advertisement
4/11
রণধীর কাপুর কপিল শর্মাকে বলেছিলেন, ''খুবই ঐতিহ্যবাহী হোলি পার্টি হত তখন। কিন্তু যবে থেকে রং চলে এল, দিন বদলে গেল, মুখগুলো বদলে গেল, শেষে কাউকে আর চেনাই যেত না। এমনও দিন এসেছিল যে, কেউ কাউকে পার্টিকে চিনতেই পারত না রঙে ভেজার পর।''
advertisement
5/11
তিনি চালিয়ে গেলেন, “এরপর মেয়েরাও সেই পার্টিতে আসা বন্ধ করে দিল। এত রং মাথার ফলে ওরা বলত, চুল খারাপ হচ্ছে, নখ খারাপ হচ্ছে। আবার পার্লারে যেতে হবে। নতুন প্রজন্মের মেয়েরা আসাই বন্ধ করে দিল সেখানে।'
advertisement
6/11
রণধীর যোগ করেন, ''মেয়েরা আসা বন্ধ করে দিল বলে আমি আর ঋষি (ঋষি কাপুর)-ও পার্টিতে আর যেতাম না। মেয়েরা না থাকলে পার্টিতে গিয়ে মজা হত না। এক সময় এত ভিড় হত যে সেখানে মেয়েদের সঙ্গে অভব্যতা শুরু হয়েছিল। তারপর তো পার্টিই বন্ধ হয়ে গেল।"
advertisement
7/11
ভারতের ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI), রণবীর কাপুর আরকে স্টুডিওতে অনুষ্ঠিত কিংবদন্তি হোলি পার্টির কথা স্মরণ করেন, যেখানে শুধুমাত্র অভিনেতারাই নয়, প্রতিটি ক্রু সদস্য এবং কর্মচারীরা উৎসব উদযাপন করতে উপস্থিত হতেন।
advertisement
8/11
চলচ্চিত্র নির্মাতা রাহুল রাওয়াইলের সঙ্গে একটি কথোপকথনে রণবীর বলেন, "আমি সত্যিই ছোট ছিলাম, তাই এটি আমার জন্য খুব ভীতিকর পরিবেশ ছিল। সবাই কালো এবং আরও অনেক রঙে রঙিন ছিল, সবাইকে রঙে ফেলে দেওয়া হত। "
advertisement
9/11
রাহুল উত্তর দিয়েছিলেন, "হুম, সেখানে লাল নীল কালো সব রঙে ভেজানো হত।"
advertisement
10/11
রণবীর আরও বলেন, “আমি যা শুনেছি তা হল শুধু অভিনেতা-অভিনেত্রীরাই নয়, ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই যেতেন সেখানে। এমনকী ক্যামেরা, প্রোডাকশনে কাজ করা লোকেরা, সবাই একসঙ্গে এসে উদযাপন করতেন।"
advertisement
11/11
এই পার্টিগুলি কেন বন্ধ হয়ে গেল? প্রশ্ন করা হলে রণবীর বলেন, "ধীরে ধীরে, কেন সেই পার্টিগুলি বন্ধ হয়ে গিয়েছিল কারণ সেখানে খুব বেশি ভিড় হয়ে গিয়েছিল। এটি নিয়ন্ত্রণের অযোগ্য হয়ে পড়েছিল, কারণ যে কেউ ঢুকে পড়তেন।"