Rekha-Amitabh Bachchan: বন্ধুর বাংলোয় লুকিয়ে দেখা করতেন রেখা, শ্যুটিংয়ের টাইম বদলাতেও চাইতেন ! গোপন কথা ফাঁস করেছিলেন বি-টাউনের ‘খলনায়ক’
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Rekha used to meet Amitabh Bachchan Secretly: বন্ধুর বাংলোয় লুকিয়ে দেখা করতেন অমিতাভ-রেখা! গোপন কথাটি ফাঁস করেছিলেন বি-টাউনের ‘খলনায়ক’!
advertisement
1/5

অমিতাভ-রেখার প্রেমের গুঞ্জন ভেসে বেড়ায় বি-টাউনের আনাচে-কানাচে। ‘দো আনজানে’ ছবির সেটে তাঁদের প্রথম আলাপ। সেই সময় অবশ্য বিবাহিত ছিলেন অমিতাভ বচ্চন। সেই আলাপই গড়ায় প্রেমে। আর তবে সেই প্রেম কখনওই পরিণতি পায়নি। এর মূল কারণ হল অমিতাভের পরিবার।
advertisement
2/5
তবে এই প্রেমের সম্পর্ক নিয়ে এখনও জোর চর্চা হয় ইন্ডাস্ট্রির অন্দরে। শোনা যায়, বরাবরই নিজেদের এই সম্পর্ক গোপন রাখতে চেয়েছিলেন অমিতাভ-রেখা। ফলে এক বন্ধুর বাংলোয় লুকিয়ে লুকিয়ে দেখা করতেন তাঁরা এবং একান্তে সময়ও কাটাতেন। এমনকী চর্চা ছিল যে, ‘গঙ্গা কি সৌগন্ধ’ ছবির শ্যুটিং চলাকালীন অন্য এক অভিনেতা রেখার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। আর এটা দেখার পরে মেজাজ হারিয়ে ফেলেছিলেন অমিতাভ। এই ঘটনার পরে বিষয়টা আর গোপন রাখা যায়নি। বহু পত্র-পত্রিকায় এই নিয়ে লেখালিখিও হয়। সব মহলেই শুরু হয় জোর চর্চা।
advertisement
3/5
আসলে অমিতাভ-রেখার গোপন প্রেমের কথা ফাঁস করেছিলেন বলিউডের বিখ্যাত অভিনেতা রঞ্জিতই। খলনায়কের ভূমিকায় অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন যিনি। তাঁর পরিচালিত প্রথম ছবির নাম ছিল ‘কারনামা’। তিনি ওই ছবিতে অভিনেত্রী হিসেবে রেখাকে চেয়েছিলেন। কিন্তু তাঁর শ্যুটিংয়ের সময়জনিত সমস্যা থাকায় রেখার বদলে অভিনেত্রী ফারাহ নাজ-কে ছবির জন্য নিয়েছিলেন। সংবাদমাধ্যমের একটি রিপোর্ট অনুসারে, রঞ্জিত এক বার এর সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, “এক দিন রেখা আমাকে ফোন করেছিলেন। অনুরোধ করেন, শ্যুটিংয়ের সময় যেন সকালে রাখা হয়। তা-হলে তিনি অমিতাভের সঙ্গে সন্ধ্যাটা কাটাতে পারবেন।”
advertisement
4/5
এই সময় রেখা-অমিতাভের জুটিও ছিল সুপারহিট। তাঁদের রসায়ন মুগ্ধ করত ভক্তদের। কিন্তু গোপন প্রেমের কথা জানাজানি হওয়ার পরে তাঁরা আচমকাই একসঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন। আসলে প্রকাশ্যে আসতেই এই খবর অমিতাভ-জায়া জয়ার কানেও যায়। বলাই বাহুল্য, বিষয়টা তাঁর একেবারেই ভাল লাগেনি। এ-দিকে আবার অমিতাভের জীবনে পরিবারের একটা বড় জায়গা রয়েছে। বলা যায়, অভিনেতা এক জন আদ্যন্ত পারিবারিক মানুষ। ফলে একপ্রকার পারিবারিক শান্তির জন্যই প্রেমিকার সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। শেষ বারের মতো অমিতাভ-রেখার জুটিকে ভক্তরা পেয়েছিলেন যশ চোপড়া পরিচালিত ‘সিলসিলা’ ছবিতে।
advertisement
5/5
অমিতাভ-রেখার এই দূরত্ব নিয়ে এখনও অবশ্য জল্পনা রয়েছে। এমনকী, এখনও বিভিন্ন সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় অমিতাভকে। তবে এর উত্তরে অমিতাভের সোজাসাপ্টা জবাব, কেউ সঠিক গল্প নিয়ে আসেননি। তাই তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি। এ-ছাড়াও রেখার নাম জড়িয়েছে বলিউডের বহু অভিনেতার সঙ্গে। সেই তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার এবং বিনোদ মেহরার মতো অভিনেতারাও। তবে কোনও সম্পর্কই পরিণতি পায়নি। ফলে আজও একাকী রয়েছেন সৌন্দর্যের সম্রাজ্ঞী রেখা।