Guess the celebrity: দাপিয়ে বেরিয়েছেন বলিউড... তিন খানের সঙ্গেই তুমুল রসায়ন... স্বামী তাবড় প্রযোজক! চিনতে পারছেন এই নায়িকাকে?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Guess the celebrity: তাঁর পরিবারের প্রায় সকলেই বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত। শুধু যুক্ত বললে কম বলা হয়, তাঁরা এক একজন মহীরুহ।
advertisement
1/6

ছবির শিশুটিকে নিশ্চয়ই খুব চেনা চেনা লাগছে? সেই মায়াবি চোখ, সেই মিষ্টি হাসি। ঠিকই ধরেছেন। ছবির শিশুটি আজকের রানি মুখোপাধ্যায়।
advertisement
2/6
রানি মুখোপাধ্যায় ৩২ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তিনি বাংলা ছবি বিয়ের ফুল দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেন। এই ছবিতে তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন। এই ছবি মুক্তির প্রায় ৫ বছর পর, রানি বলিউডে পাড়ি জমান এবং 'রাজা কি আয়েগি বারাত' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এই ছবিটি ১৯৯৭ সালে মুক্তি পায়। বক্স অফিসে এটি ফ্লপ হয়।
advertisement
3/6
প্রথম ছবি ‘রাজা কি আয়েগি বারাত’ ফ্লপ হওয়ার পরেও, রানি নিজেকে কখনও হতাশ হতে দেননি। তিনি কাজ চালিয়ে যান। এর পর রানি ‘গুলাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কহিন পেয়ার হো না জায়ে’, ‘সাথিয়া’, ‘হাম তুম’, ‘ব্ল্যাক’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘বীর জারা’র মতো ছবি করেন। ‘হ্যালো ব্রাদার’, ‘হর দিল জো প্যায়ার করেগা’, ‘বান্টি অর বাবলি’, ‘কভি আলবিদা না কেহনা’, ‘তালাশ’, ‘মারদানি’, ‘বিচ্চু’-এর মতো ছবিতে কাজ করে সবার মন জয় করেছেন তিনি।
advertisement
4/6
সলমান খান, শাহরুখ খান, আমির খান, অজয় দেবগন, গোবিন্দ, সাইফ আলি খান, ববি দেওল এবং অন্যান্য তারকাদের সঙ্গে বড় পর্দায় রোমান্স করেছেন তিনি। তাঁদের সবার সঙ্গেই রানির খুব ভাল সম্পর্ক।
advertisement
5/6
বর্তমানে আদিত্য চোপড়া এবং মেয়েকে নিয়ে সুখে জীবন কাটাচ্ছেন রানি। ২০১৪ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৫ সালে তাঁদের মেয়ে হয়। বর্তমানে রানি মুখোপাধ্যায় খুবই কম ছবিতে কাজ করছেন। তাঁকে শেষবার মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে দেখা গিয়েছিল।
advertisement
6/6
ইতালিতে গিয়ে আদিত্যের সঙ্গে সাত পাক ঘোরেন রানি। পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাক পরে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু, তাঁর বিয়ের ছবি এখনও দেখেনি কেউ।