TRENDING:

Bollywood Gossip: ঐশ্বর্য অতীত? ডিভোর্সের গুঞ্জনের মাঝেই প্রকাশ্যে অভিষেকের প্রেমিকার নাম! কে তিনি, জানলে চমকাবেন!

Last Updated:
Bollywood Gossip: বিচ্ছেদের গুঞ্জনের মাঝে হঠাৎ প্রকাশ্যে এল অভিষেকের জীবনে আর এক নারীর অস্তিত্ব। এই প্রথম নয়, বলিউডের একাধিক সুন্দরী নানা সময়ে তাঁর প্রেমে পড়েছেন। সম্পর্কের কথাও শোনা গিয়েছিল একাধিক নায়িকার সঙ্গে। তবে শেষ অবধি ঐশ্বর্যর প্রেমেই বাঁধা পড়েন অমিতাভ-পুত্র। নয় নয় করে ১৭ বছরের দাম্পত্য জীবন তাঁদের। হঠাৎ কার সঙ্গে নাম জড়াল অভিষেকের?
advertisement
1/10
ঐশ্বর্য অতীত? ডিভোর্সের গুঞ্জনের মাঝেই ফাঁস অভিষেকের 'প্রেমিকা'র নাম...! বড় চমক
বলিউডে কান পাতলেই বিচ্ছেদের গুঞ্জন। ডিভোর্স হতে চলেছে নাকি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইয়ের। তাঁরা নাকি আলাদা থাক্তেও শুরু করেছেন বহুদিন। তবে প্রকাশ্যে তারকাজুটির কেউই সিলমোহর দেননি বিবাহবিচ্ছেদের গুজবে। তবে যা রটে, তার কিছু তো বটে!
advertisement
2/10
বিচ্ছেদের গুঞ্জনের মাঝে হঠাৎ প্রকাশ্যে এল অভিষেকের জীবনে আর এক নারীর অস্তিত্ব। এই প্রথম নয়, বলিউডের একাধিক সুন্দরী নানা সময়ে তাঁর প্রেমে পড়েছেন। সম্পর্কের কথাও শোনা গিয়েছিল একাধিক নায়িকার সঙ্গে। তবে শেষ অবধি ঐশ্বর্যর প্রেমেই বাঁধা পড়েন অমিতাভ-পুত্র। নয় নয় করে ১৭ বছরের দাম্পত্য জীবন তাঁদের। হঠাৎ কআর সঙ্গে নাম জড়াল অভিষেকের?
advertisement
3/10
তারকা এবং অভিনেতার মধ্যে একটা পার্থক্য থাকে। তারকা সুপরিচিত হন, অভিনেতা ততটাও নন। এই নায়িকাও ঠিক তেমনই! দ্য লাঞ্চবক্স তাঁকে দিয়েছে আন্তর্জাতিক সাফল্য। হোমল্যান্ড, ওয়েওয়ার্ড পাইনস-এর মতো আমেরিকান সিরিজেও নজর কেড়েছেন তিনি। এই দেশে দশভি আর এয়ারলিফট-এর সূত্রে দর্শক তাঁকে কিছুটা হলেও চিনেছে। তেমন মানুষের সঙ্গেই নাম জড়াল অভিষেকের।
advertisement
4/10
এক পুরনো ইন্টারভিউ নতুন করে ভেসে উঠেছে নেটদুনিয়ায়। দশভি যখন মুক্তি পায়, তখন এই ই্টারভিউ নিয়েছিলেন সিদ্ধার্থ কানন। নিমরতের সঙ্গে ইন্টারভিউতে হাজির ছিলেন সিরিজের নায়ক অভিষেক বচ্চনও। সেখানেই নিমরতের কাছে কানন তাঁর প্রেমজীবন, বিশেষ করে স্কুলজীবনের প্রেম নিয়ে জানতে চান।
advertisement
5/10
সেই নায়িকা প্রথমে বিষয়টা নিয়ে কথা বলতে চাননি। দ্বিধায় ছিলেন। "আমি এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না, কেন না সেই ব্যক্তি এখন বিবাহিত, তাঁর সন্তানও রয়েছে। আমি যদি মুখ খুলি তাহলে ব্যাপারটা বাজে হবে। তিনি সমস্যায় পড়তে পারেন", দ্বিধার কারণ জানিয়েছিলেন তিনি।
advertisement
6/10
শুনলে অবাক হবেন, ইনি নিমরত কউর। পরে নাছোড়বান্দা কাননের প্রশ্নের মুখে সামান্য হলেও স্কুলজীবনের সেই প্রেমপর্ব কিছুটা খোলসা করেন নিমরত। "ও খুবই পরিশ্রমী ছাত্র ছিল, একটু লাজুক, ভীষণ মিষ্টি আর একইসঙ্গে একটু বাজে ছেলেও। ও আমায় আমার কেমিস্ট্রি নিয়ে সমস্যায় সাহায্য করত", বলেছেন নিমরত।
advertisement
7/10
সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছেন কৌতূহলী অভিষেক- "তোমার টিচার ছিল না কি"?নিমরত হেসে ফেলেন। ব্যাপারটা বুঝিয়েও বলেন। "না না, ও আমার টিচার ছিল না। ও আমায় আমার কেমিস্ট্রি হোমওয়ার্কে সাহায্য করত। আমার এখনও মনে আছে কী সুন্দর চুল ছিল ওর, স্কুলে পড়ার সময়ে তাতে ঢেউ খেলে যেত"!
advertisement
8/10
কাননের কৌতূহল এই পর্যায়ে এসে বেড়ে যায়। তিনি জানতে চান, "তা সম্পর্কটা এগোল না কেন"? নিমরতের রহস্যময় হাসি এবার অস্বস্তিতে ফেলে প্রশ্নকর্তাকে। হাসতেই হাসতেই জবাব দেন তিনি, "কে বলল আমি সম্পর্কটা এগিয়ে নিয়ে যাইনি"!
advertisement
9/10
হেসে ফেলেন অভিষেকও। বলেন, "ওহ, গড! নাইস ওয়ান"! নিমরত এর বেশি আর কিছু বলেননি।
advertisement
10/10
আমাদেরও সেই ব্যক্তিগত কথা জানার প্রয়োজন নেই। যা জানা দরকার, তা হল তাঁর অভিনয় প্রতিভা। প্রতিনিয়ত তিনি নতুন করে আমাদের মুগ্ধ করে তুলবেন, এই আশা করাই যায়।অন্য দিকে, অভিষেক বচ্চনও রুপোলি পর্দায় বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছেন। শাহরুখ খানের কিং ছবিতে অ্যান্টাগনিস্টের ভূমিকায় তাঁকে দেখা যাবে বলে খবর এসেছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: ঐশ্বর্য অতীত? ডিভোর্সের গুঞ্জনের মাঝেই প্রকাশ্যে অভিষেকের প্রেমিকার নাম! কে তিনি, জানলে চমকাবেন!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল