TRENDING:

Bollywood Gossip: ৩ বছরের রিলেশনশিপে চুটিয়ে প্রেম, আর বিয়ে করে এক ছাদের তলায় আসতেই মাথায় ভাঙল আকাশ, ১২ দিনেই বিয়ে খতম

Last Updated:
Bollywood Gossip: বলিউড গসিপে অনেক খবরই পান বিয়ে হওয়া , বিয়ে ভাঙা তো এখানে মুড়ি-মুড়কি, কিন্তু ৩ বছরের প্রেমের বিয়ে মাত্র ১২ দিন টেকাতে পেরেছিলেন এই মহিলা...
advertisement
1/5
৩ বছরের রিলেশনশিপে চুটিয়ে প্রেম, বিয়ে করে এক ছাদের তলায় আসতেই ১২ দিনে ভাঙল সংসার
বলিউড এমনই একটা ইন্ডাস্ট্রি  যেখানে লাইমলাইট আর গসিপ পাশাপাশি রাস্তায় হাঁটে৷ তাবড় সুন্দরী আর নজর কাড়া পুরুষ থাকলে বিতর্ক ও গসিপ তো থাকবেই৷ তবে বি টাউনে গসিপের রানী তাজ একজনই পেয়েছেন৷ ফ্যানরা সেই অভিনেত্রীর অভিনয় বা সৌন্দর্য যত না উপভোগ করেন তার চেয়ে বেশি তাঁর কার্যকলাপ বেশি মজায় স্বাদ চেখে নেন৷ এই তালিকায় সেরার সেরা গসিপ কুইনের জায়গাটা অবশ্য বলিউডের  রাখি সাওয়ান্ত৷  তবে মাত্র ১২ দিনের মধ্যে স্বামীকে ডিভোর্স দিয়ে জেলে পাঠান অভিনেত্রী৷ বোল্ড এই অ্যাকট্রেস বহুবার বিতর্কের অংশ হয়েছেন। এত সাহসী কোন অভিনেত্রী কোন আন্দাজ করতে পারছেন কি? Photo- Instagram
advertisement
2/5
ইনি বি টাউনের নায়িকা পুনম পান্ডে৷  বিতর্কের সঙ্গে হাত ধরাধরি  করে হাঁটছেন তিনি,  দীর্ঘদিনের সম্পর্ক তাঁর। বিতর্ক যেরকমই থাকুক না কেন মানুষ অবশ্যই পুনম পান্ডেকে মনে রাখেই। পড়াশোনা শেষে মডেলিং শুরু করেন পুনম। ২০১৩ সালে 'নাশা' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন৷ এরপরে অভিনেত্রী অনেক রিয়েলিটি শোতে হাজির হতেন, যেমন খতরন কে খিলাড়ি ৪, লক আপ ইত্যাদি। Photo- Instagram
advertisement
3/5
হিরোইন পুনম পান্ডের প্রেমের জীবন টিভি নাটকের চেয়ে কম নয়। প্রেম জীবনে তিনি অনেক উত্থান-পতনের সম্মুখীন হয়েছেন। অভিনেত্রী দীর্ঘদিন ধরে স্যাম বোম্বেকে ডেট করেছিলেন এবং তাদের সম্পর্ক প্রায় ৩ বছর স্থায়ী হয়েছিল। স্যাম বোম্বে লাইমলাইটে কমই থাকেন, কিন্তু ইন্ডাস্ট্রিতে তাঁর নিজস্ব পরিচয় রয়েছে। স্যাম একজন বিখ্যাত অ্যাড ফিল্ম মেকার৷ Photo- Instagram
advertisement
4/5
স্যাম বোম্বে দীপিকা পাড়ুকোন, তামান্না ভাটিয়ার মতো অনেক বড় সেলিব্রিটিদের সাথে বিজ্ঞাপন শ্যুট করেছেন। গসিপ অনুসারে বিজ্ঞাপনের  শ্যুটিংয়ের সময় স্যাম ও পুনমের দেখা হয়েছিল। Photo- Instagram
advertisement
5/5
এই দুজনের সম্পর্ক ছিল বেশ গোপন। ২০২০ সালে দুজনেই গোপনে বিয়ে করেন। বিয়ের ছবির মাধ্যমে ফ্যানদের ফটো পোস্ট করে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী, যা দেখে ভক্তরা হতবাক হয়ে যান। তবে তাদের সম্পর্ক একদম ছোট্ট সময়ের জন্য ছিল৷ Photo- Instagram
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: ৩ বছরের রিলেশনশিপে চুটিয়ে প্রেম, আর বিয়ে করে এক ছাদের তলায় আসতেই মাথায় ভাঙল আকাশ, ১২ দিনেই বিয়ে খতম
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল