TRENDING:

‘‌জিয়া আর সুশান্তের মৃত্যুর মিল আমার ঘুম কেড়ে নিয়েছে’‌, চোখের জলে বললেন জিয়ার মা

Last Updated:
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে রহস্য ক্রমেই দানা বাঁধছে।
advertisement
1/5
‘‌জিয়া আর সুশান্তের মৃত্যুর মিল আমার ঘুম কেড়ে নিয়েছে’‌, চোখের জলে বললেন জিয়ার মা
• তাঁর কথা হয়ত ভুলেই গিয়েছে বলিউড। সেই জিয়া খানের মৃত্যুর সঙ্গে সুশান্তের মৃত্যুর আশ্চর্য মিল খুঁজে পেয়েছেন জিয়ার মা। আর সেই কারণেই রাতের পর রাত তিনি ঘুমোতে পারেননি। সম্প্রতি সংবাদমাধ্যমে এমনই জানিয়েছেন জিয়ার মা। কিন্তু কোন মিলের কথা বলছেন জিয়ার মা?‌
advertisement
2/5
• তিনি বলেছেন, ‘‌আমার মনে হয় আমার মেয়ে আর সুশান্ত, দু’‌জনই এমন জীবনসঙ্গীর সঙ্গে পড়েছিল, যাঁরা সবটুকু পেয়েও শেষে সঙ্গ ত্যাগ করতে চেয়েছিল। দু’‌জনেই চালিত হত সঙ্গীর ইচ্ছায়। অর্থ খরচ করা, তার হিসাব রাখা সব ক্ষেত্রেই দু’‌জনের সঙ্গীরাই সিদ্ধান্ত নিতেন।
advertisement
3/5
• এর আগে জিয়া খানের মা সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন। সেখানে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত দাবি করেন। শুধু তিনি নন, জিয়ার বোনও দাবি করেছেন, সুশান্তের মৃত্যুর যেন সঠিক তদন্ত হয়।
advertisement
4/5
• জিয়ার মা লিখেছিলেন, ‘যেভাবে জিয়া খানকে হত্যা করা হয়েছিল, সেভাবেই সুশান্ত সিং রাজপুতকে হত্যা করা হয়েছে দেখে আমি একেবারে অসহায় ও সম্বলহীন হয়ে পড়েছিলাম। সুশান্ত ও জিয়া দু’‌জনকেই প্রথমে মিথ্যা ভালবাসার টোপ দেওয়া হয়। তারপর তাঁদের ফাঁসিয়ে মানসিক অত্যাচার করা হয়। একটা সময়ের পর চলে শারীরিক অত্যাচারও।’‌
advertisement
5/5
• তিনি আরও লেখেন, ‘‌সুশান্ত ও জিয়ার সঙ্গীরা বলিউড মাফিয়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। সেই মাফিয়ারাই হত্যাকারীদের আশ্রয় দিয়েছিল। এই বলিউড মাফিয়াদের সঙ্গে জড়িয়ে ছিলেন রাজনৈতিক নেতারাও। আর রাজনৈতিক চাপেই পুলিশ আসল সত্যিটা প্রকাশ করতে পারেনি।’‌
বাংলা খবর/ছবি/বিনোদন/
‘‌জিয়া আর সুশান্তের মৃত্যুর মিল আমার ঘুম কেড়ে নিয়েছে’‌, চোখের জলে বললেন জিয়ার মা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল