Bollywood Celebrity Bodyguards Salary: সে কী, এত! সলমান-শাহরুখ-আমিরের বডিগার্ডের মাইনে কত জানেন? তাক লেগে যাবে...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ভক্তদের উন্মাদনা বা যে কোনও কিছু থেকে সেলিব্রিটিদের নিরাপত্তা বজায় রাখার গুরুদায়িত্ব পালন করেন এই দেহরক্ষীরা (Bollywood Celebrity Bodyguards Salary)।
advertisement
1/10

বলিউড সেলিব্রিটিদের ব্যাপারই যেন আলাদা। পোশাক থেকে স্টাইল স্টেটমেন্টে যেমন প্রতিদিনই নতুন চমক দেন তাঁরা, তেমনই রোজগারের ক্ষেত্রেও রয়েছে বড়সড় ব্যাপার। আর তার চেয়েও বড় ব্যাপার তাঁদের বডিগার্ডদের মাইনে (Bollywood Celebrity Bodyguards Salary)। ভক্তদের উন্মাদনা বা যে কোনও কিছু থেকে সেলিব্রিটিদের নিরাপত্তা বজায় রাখার গুরুদায়িত্ব পালন করেন এই দেহরক্ষীরা (Bollywood Celebrity Bodyguards Salary)। কিন্তু একেক জনের বার্ষিক আয় শুনলে যে কেউ ভিরমি খেতে বাধ্য (Bollywood Celebrity Bodyguards Salary)।
advertisement
2/10
অমিতাভ বচ্চন: অমিতাভের বডিগার্ডের নাম জিতেন্দ্র শিন্ডে। তিনি দীর্ঘদিন ধরে বিগ বির বডিগার্ড হিসেবে নিযুক্ত রয়েছেন। বছরে জিতেন্দ্রর আয় দেড় কোটি টাকা। জিতেন্দ্র মুম্বই পুলিশের একজন কনস্টেবল। কিছুদিন আগেই তাঁকে অন্য একটি পোস্টে স্থানান্তর করা হয়েছে। এটি তাঁর রুটিন বদলি।
advertisement
3/10
শাহরুখ খান: প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে শাহরুখ খানের বডিগার্ড হিসেবে কাজ করছেন রবি সিং। জানা যায়, শাহরুখ রবিকে বছরে ২.৫ কোটি টাকা বেতন দেন। বলিউড সূত্রে খবর, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি মাইনে পাওয়া সেলিব্রিটি বডিগার্ড রবিই।
advertisement
4/10
সলমান খান: বলিউডের সেলিব্রিটি বডিগার্ডদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত ও জনপ্রিয় সলমান খানের সেরা। অনেক সময় সলমানের প্রজেক্টে কাজ করতেও দেখা গিয়েছে সেরাকে। সূত্রের খবর, বছরে সলমান সেরাকে ২ কোটি টাকা বেতন দেন।
advertisement
5/10
অনুষ্কা শর্মা: বলিউড অভিনেত্রী ও বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার ব্যক্তিগত বডিগার্ড হলেন সোনু। জানা যায়, অনুষ্কা সোনুকে বছরে ১.২ কোটি টাকা মাইনে দেন।
advertisement
6/10
দীপিকা পাড়ুকোন: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ব্যক্তিগত বডিগার্ড জালাল বহু বছর ধরে নায়িকার সঙ্গে রয়েছেন। যেখানেই দীপিকা যান, সেখানে জালাল তাঁর সঙ্গে থাকেন। ২০১৯ পর্যন্ত ৮০ লক্ষ টাকা পেতেন জালাল, এখন তাঁর বেতন বাড়িয়ে করা হয়েছে বার্ষিক ১.২ কোটি টাকা।
advertisement
7/10
আমির খান: যুবরাজ ঘোরপারে নামের এই বডিগার্ড আমির খানের সঙ্গে কতদিন ধরে কাজ করছেন, তা জানা না গেলেও, ২০২০ সাল থেকে আমির খান যুবরাজকে বার্ষিক ২ কোটি টাকা বেতন দেন।
advertisement
8/10
অক্ষয় কুমার: অক্ষয়ের ব্যক্তিগত বডিগার্ড শ্রেশয় থেলে। তিনি বহুদিন ধরেই অক্ষয়ের সঙ্গে রয়েছেন। মাঝে মাঝে অক্ষয়ের ছেলে আরভের সঙ্গেও দেখা যায় তাঁকে। বার্ষিক শ্রেশয়ের আয় ১.২ কোটি টাকা।
advertisement
9/10
ক্যাটরিনা কাইফ: ২০২০ সাল পর্যন্ত দীপক সিং ক্যাটরিনা কাইফের বডিগার্ড হিসেবে কাজ করতেন। এখনও রয়েছেন কিনা তা জানা যায়নি। বার্ষিক দীপক ১ কোটি টাকা বেতন পেতেন।
advertisement
10/10
হৃত্বিক রোশন: হৃত্বিক রোশনের প্রায় ছায়াসঙ্গী ময়ূর শেট্টিগর। ময়ূরের মুম্বইতে একটি নিরাপত্তা কর্মী সংস্থাও রয়েছে এস সিকিউরিটি। তিনি নিজে হৃত্বিকের কাছ থেকে বার্ষিক ১.২ কোটি টাকা রোজগার করেন।