ফাঁসের জন্য ব্যবহৃত কাপড় সুশান্তের ৮০ কেজি বহনে সক্ষম? এবার সেই কাপড়ের পরীক্ষা ফরেন্সিক ল্যাবে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সুশান্ত সিং রাজপুত মৃত্য তদন্ত, ফাঁসের জন্য সবুজ কুর্তা ব্যবহার করেছিলেন সুশান্ত
advertisement
1/6

▪️সুশান্তের দেহের ময়নাতদন্ত, ভিসেরা পরীক্ষার পর এবার পরীক্ষা করা হবে ফাঁসের জন্য ব্যবহৃত কাপড়৷ একে বলা হচ্ছে টেনসাইল স্ট্রেনথ অ্যানালিসিস৷ এর মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে যে কাপড়টি গলায় ফাঁসের জন্য ব্যবহার করা হয়েছিল, তা সম্পূর্ণ সুশান্তের শরীরের ভার বহন করতে সক্ষম কিনা৷
advertisement
2/6
▪️বান্দ্রার মঁব্লাঁ বিল্ডিং-এ নিজের বাড়িতে গলায় কাপড় জড়িয়ে আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত৷ তাঁর বাড়িতে তল্লাশির সময় পুলিশ দেখতে পায় যে সুশান্তের আলমারি অগোছাল অবস্থায় রয়েছে৷
advertisement
3/6
▪️একই সঙ্গে সুশান্তের ঘরের থেকে উদ্ধার হয় দু’টুকরো অবস্থায় বাথরোবের বেল্ট৷ মনে করা হয়েছে যে, এই বেল্ট দিয়েই প্রথমে ফাঁসের চেষ্টা করেন সুশান্ত৷ কিন্তু তা ছিঁড়ে যেতে সবুজ কুর্তা বেছে নেন তিনি৷
advertisement
4/6
▪️টেনসাইল স্ট্রেনথ অ্যানালিসিস পরীক্ষাটি হবে কালিনার ফরেন্সিক সায়েন্স ল্যাবে৷
advertisement
5/6
▪️সুশান্তের মৃত্য হয়েছে শ্বাসরোধের ফলে, এটা ময়নাতদন্তের পর নিশ্চিত করেছে পুলিশ৷ এবার সেই কাপড়ের ভার বহনের ক্ষমতা এবং সুশান্তের গলার ফাঁসের ছাপ মিলিয়ে দেখবেন বিশেষজ্ঞরা৷
advertisement
6/6
▪️এমনিতে এই পরীক্ষার রিপোর্ট আসতে লাগে ৭-৮ দিন৷ কিন্তু যেহেতু এটা স্পর্শকাতর বিষয়, তাই তাড়াতাড়ি ২-৩দিনের মধ্যে রিপোর্ট তৈরি হবে৷