TRENDING:

'দর্জি' বানাতে চেয়েছিলেন বাবা...! ছেলে দেখল মুম্বইয়ের স্বপ্ন, হয়ে গেল বলিউডের বিখ্যাত 'ভিলেন', চিনতে পারছেন এই অভিনেতাকে?

Last Updated:
Bollywood: ছেলেটির বাবা তাঁর ভাগ্য নির্ধারণ করেছিলেন অন্য ভাবে। কিন্তু নিয়তি তাঁর জন্য ভেবে রেখেছিল অন্য কিছু। ছেলেটির বাবা চেয়েছিলেন বড় হয়ে সে একদিন একজন সুঁই-সুতোর জাদুকর হয়ে উঠুক। কিন্তু ভাগ্যের সুতো অন্য কোথাও বাঁধা ছিল।
advertisement
1/11
'দর্জি' বানাতে চেয়েছিলেন বাবা...! ছেলে দেখল মুম্বইয়ের স্বপ্ন, হয়ে গেল বলিউডের 'ভিলেন'
ছবিতে যে ছেলেটিকে দেখছেন, তাঁর বাবা একদিন সুঁই-সুতো এবং মেশিনের হাতে তুলে দিয়ে দর্জি বানাতে চেয়েছিলেন তাঁকে। কিন্তু নিয়তির সুতোগুলো যুক্ত ছিল অন্য কোনও ডেস্টিনেশনে। Image : Collected
advertisement
2/11
বলিউডে পা রাখা আর বিখ্যাত হওয়া এক নয়। বড় বড় রথী মহারথীদেরও রীতিমতো বেগ পেতে হয়েছে আরব সাগর পাড়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে। এককথায় বলতে গেলে এই ইন্ডাস্ট্রিতে জ্বলে ওঠা নিঃসন্দেহে বেশ কঠিন কাজ। তবে হ্যাঁ, ভাগ্য যদি আপনার সহায় থাকে, তবে সবকিছুই সম্ভব।
advertisement
3/11
ছবিতে দেখা এই শিশুটিকেই ধরুন। এই ছেলেটির বাবা তাঁর ভাগ্য নির্ধারণ করেছিলেন অন্য ভাবে। কিন্তু নিয়তি তাঁর জন্য ভেবে রেখেছিল অন্য কিছু। ছেলেটির বাবা চেয়েছিলেন বড় হয়ে সে একদিন একজন সুঁই-সুতোর জাদুকর হয়ে উঠুক। কিন্তু ভাগ্যের সুতো অন্য কোথাও বাঁধা ছিল।
advertisement
4/11
তাই একদিন বাবার স্বপ্নগুলোকে পিছনে ফেলে সে উড়ে যায় এক স্বপ্ননগরীতে। তিল তিল করে পরিশ্রম ও কঠোর অধ্যাবসায়ের মধ্যে দিয়ে পথ হেঁটে বলিউডে খলনায়ক হিসেবে নিজের নাম তৈরি করে ফেলে সেই ছোট্ট ছেলেটি।
advertisement
5/11
সেদিনের ছোট্ট ছেলেটিই হয়ে ওঠেন 'ক্রাইম মাস্টার গোগো'। এই ছবির ডানদিকের শিশুটিকে কি আপনি চিনতে পারছেন? জানলে অবাক হবেন যে এই শিশুটিই হলেন বিখ্যাত বলিউড অভিনেতা শক্তি কাপুর।
advertisement
6/11
শক্তি কাপুরের বয়স বর্তমানে ৭২। ১৯৭৭ সালে, তিনি খেল খিলাড়ি নামে একটি ছবি দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। রূপালি পর্দায় শক্তি কাপুর নামে খ্যাত রাজা বাবুর 'নন্দুর' আসল নাম ছিল সুনীল সুন্দরলাল কাপুর।
advertisement
7/11
বাবা-মা তাঁর নাম রেখেছিলেন সুনীল সুন্দরলাল কাপুর। কিন্তু তিনি পেশার স্বার্থেই পিতৃদত্ত এই নামটি পরিবর্তন করেন। কারণ এই নামের একজন দুর্দান্ত তারকা ইতিমধ্যেই সেইসময় ইন্ডাস্ট্রিতে বিদ্যমান ছিলেন। Image : News18 file
advertisement
8/11
শক্তি কাপুরের বাবা সবসময় চেয়েছিলেন তাঁর ছেলে বড় হয়ে একজন দর্জি হোক, কিন্তু অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন শক্তি কাপুর। তবে তাঁর বাবা তাঁর অভিনয়ের পেশা মোটেও পছন্দ করতেন না। Image : News18 file
advertisement
9/11
রেগে যেতেন মা। বিশেষ করে ছেলের খলনায়কের ভূমিকায় অভিনয় করার ব্যাপারে একেবারেই মত ছিল না শক্তি কাপুরের মায়ের। একদিন এমনও হয়েছে ছবিতে ছেলের 'ভিলেন' রোল দেখে রেগে গিয়ে সিনেমার মাঝপথে থিয়েটার ছেড়ে চলে যান শক্তি কাপুরের মা। Image : News18 file
advertisement
10/11
সেসব এখন অতীত। আজ শক্তি কাপুর নিজেও চলচ্চিত্র জগতে সক্রিয় এবং তাঁর মেয়েও একজন জনপ্রিয় অভিনেত্রী। শ্রদ্ধা কাপুর ২০১০ সালে তিনপাত্তি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। Image : News 18 File photo
advertisement
11/11
এর জন্য তিনি সেরা ডেব্যু অভিনেত্রী হিসেবে পেয়েছেন ফিল্মফেয়ার পুরষ্কারও। তবে, শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর আসল স্বীকৃতি পেয়েছিলেন আশিকি ২ থেকে। শ্রদ্ধা কাপুর এই ছবির জন্য বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন। Image : News 18 File photo
বাংলা খবর/ছবি/বিনোদন/
'দর্জি' বানাতে চেয়েছিলেন বাবা...! ছেলে দেখল মুম্বইয়ের স্বপ্ন, হয়ে গেল বলিউডের বিখ্যাত 'ভিলেন', চিনতে পারছেন এই অভিনেতাকে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল