Farrukh Jaffar Death: চলে গেলেন অমিতাভের ‘বেগম'! অভিনেত্রী ফারুক জাফরের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Farrukh Jaffar Death: ৮৯ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করলেন বলিউড সাম্রাজ্যের প্রবীণ এই অভিনেত্রী।
advertisement
1/8

প্রয়াত হলেন ‘গুলাবো সিতাবো’ ছবিতে অমিতাভ বচ্চনের ‘বেগম’ ফারুক জাফর। ৮৯ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করলেন বলিউড সাম্রাজ্যের প্রবীণ এই অভিনেত্রী। ফারুক জাফরের নাতি শাজ আহমেদ তাঁর মৃত্যুর খবর জানান।
advertisement
2/8
১৯৮১ সালে রেখা অভিনীত সুপার হিট ছবি ‘উমরাওজান’ দিয়ে ফারুক জাফরের অভিনয় জীবন শুরু। এ ছবিতে তিনি রেখার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। দীর্ঘ কয়েক দশকের লম্বা ইনিংসের পর ফের সুজিত সরকার পরিচালিত ‘গুলাবো সিতাবো’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে তাঁকে পাওয়া যায়।
advertisement
3/8
এটিই ছিল ফারুক জাফরের শেষ ছবি। এ ছবিতে তিনি বিগ বি অমিতাভ বচ্চনের বেগমের চরিত্রে অভিনয় করে সবার ভালোবাসা পেয়েছিলেন। এ ছবিতে অভিনয় করেই সেরা সহ–অভিনেত্রী হিসেবে ‘ফিল্মফেয়ার’ পুরস্কার জয় করেছিলেন ফারুক জাফর।
advertisement
4/8
‘গুলাবো সিতাবো’ ছবির লেখিকা জুহি চতুর্বেদী ফারুক জাফরকে নিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন। এ পোস্টে তিনি প্রবীণ এই শিল্পীকে শেষবিদায় জানিয়ে লিখেছেন, ‘বেগম চলে গেলেন।
advertisement
5/8
ফারুকজি, আপনার তুলনা কেউ ছিল না, আর আগামী দিনে কেউ আসবেও না। আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ, আপনি আপনার সঙ্গে এক আত্মিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দিয়েছিলেন। এখন আল্লাহর আরেক দুনিয়ায় আপনি শান্তিতে বসবাস করুন।’
advertisement
6/8
‘গুলাবো সিতাবো’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করা আয়ুষ্মান খুরানা তাঁর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে বলিউডের এই অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
advertisement
7/8
‘গুলাবো সিতাবো’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করা আয়ুষ্মান খুরানা তাঁর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে বলিউডের এই অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। শোনা যায় পরিচালক সুজিত সরকার আর জুহি চতুর্বেদী লক্ষ্ণৌতে গিয়ে এই প্রবীণ অভিনয়শিল্পীকে ‘ফাতিমা বেগম’–এর চরিত্রটি বুঝিয়েছিলেন।
advertisement
8/8
প্রসঙ্গত, ফারুকজি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ‘গুলাবো সিতাবো’তিনি করতে রাজি হয়েছিলেন অমিতাভ বচ্চনের কারণে। কারণ, তিনি অমিতাভের ভক্ত। তাই এ বলিউড মেগাস্টারের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাননি ফারুক জাফর। ‘স্বদেশ’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘সুলতান’, ‘পিপলি লাইভ’সহ আরও অনেক হিট ছবিতে অভিনয় করেছেন এই প্রবীণ শিল্পী।