TRENDING:

Real Names of Bollywood Celebs: অমিতাভ বচ্চন থেকে সইফ আলি খান কিংবা ক্যাটরিনা থেকে কিয়ারা; প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের আসল নাম জানা আছে তো?

Last Updated:
Bollywood Celebs And Their Real Names: আসলে এঁরা প্রত্যেকেই রুপোলি দুনিয়ায় পা রাখার আগেই নিজেদের নাম পরিবর্তন করে ফেলেছেন। এই তালিকা আরও লম্বা।
advertisement
1/12
অমিতাভ বচ্চন থেকে সইফ আলি খান কিংবা ক্যাটরিনা থেকে কিয়ারা; আসল নাম জানেন?
বি-টাউনের নাম আর খ্যাতির কথা তো সকলেরই জানা! প্রিয় তারকার একটা ঝলক পাওয়ার জন্যও মরিয়া হয়ে ওঠেন ভক্তরা। অথচ প্রিয় অভিনেত্রীর আসল নামটাও অনেকেরই অজানা। এই তালিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ, কিয়ারা আডবাণী এবং হৃতিক রোশনও। আসলে এঁরা প্রত্যেকেই রুপোলি দুনিয়ায় পা রাখার আগেই নিজেদের নাম পরিবর্তন করে ফেলেছেন। আসলে এই তালিকা আরও লম্বা। তাহলে দেখে নেওয়া যাক, কোন কোন অভিনেতা আর অভিনেত্রী নিজের নাম পরিবর্তন করেছেন।
advertisement
2/12
অমিতাভ বচ্চন: এই তালিকায় সর্বপ্রথম রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। বলিউডের ‘শাহেনশাহ’ কিংবা ‘বিগ বি’ হিসেবে জনপ্রিয়তা লাভ করেছেন। কিন্তু তাঁর আসল নাম হল ইনকিলাব শ্রীবাস্তব, যেটা অনেকেই জানেন না।
advertisement
3/12
অজয় দেবগন: সুপারস্টার অজয় দেবগনও রয়েছেন এই তালিকায়। অভিনেতার আসল নাম বিশাল বীরু দেবগন।
advertisement
4/12
অক্ষয় কুমার: সুপারস্টার অক্ষয় কুমার আবার বলিউডের খিলাড়ি হিসেবে খ্যাতি পেয়েছেন। কিন্তু অভিনেতার আসল নাম হল রাজীব হরি ওম ভাটিয়া।
advertisement
5/12
সানি দেওল: বলিউড সুপারস্টার ধর্মেন্দ্রর বড় পুত্রটির আসল নাম কিন্তু সানি দেওল নয়। বরং তাঁর আসল নাম হল অজয় সিং দেওল।
advertisement
6/12
সানি লিওনি: বলিউডের সুন্দরী অভিনেত্রী সানি লিওনির আসল কিন্তু কারেনজিৎ কৌর ভোহরা। ‘কারেনজিৎ কৌর - দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওনি’ নামে তাঁর একটি ওয়েব সিরিজও রয়েছে। যেখানে তুলে ধরা হয়েছে তাঁর জীবনের অজানা গল্প।
advertisement
7/12
হৃতিক রোশন: বলিউডের গ্রিক গড হৃতিক রোশন। তাঁর সৌন্দর্যে পাগল মহিলা ভক্তরা। অথচ অনেকেই তাঁর আসল নাম জানেনই না। রাকেশ রোশনের পুত্রটির আসল নাম হল হৃতিক রাকেশ নাগরথ।
advertisement
8/12
ক্যাটরিনা কাইফ: ১৯৮৩ সালের ১৬ জুলাই জন্মগ্রহণ করেছিলেন বি-টাউনের সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা। জন্মের সময় তাঁর পদবী ছিল টারকোট। যেটা তাঁর মায়ের পদবী ছিল। অভিনেত্রীর বাবার নাম মহম্মদ কাইফ। তিনি পেশায় একজন ব্যবসায়ী। ব্রিটিশ ব্যবসায়ী হলেও তিনি ছিলেন কাশ্মীরি বংশোদ্ভূত।
advertisement
9/12
কার্তিক আরিয়ান: সম্প্রতি ভুলভুলাইয়া ৩ ছবিতে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে। অথচ ভক্তরা অনেকে জানেনই না যে, অভিনেতার আসল নাম কার্তিক আরিয়ান নয়। বরং তাঁর আসল নাম কার্তিক তিওয়ারি।
advertisement
10/12
কিয়ারা আডবাণী: বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন কিয়ারা আডবাণী। অথচ তাঁর আসল নাম কিয়ারা নয়। অভিনেত্রীর আসল নাম হল - আলিয়া আডবাণী। বেশ কিছু সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই এই কথা জানিয়েছিলেন।
advertisement
11/12
সইফ আলি খান: বলিউডের ছোটে নবাব হিসেবে পরিচিত সইফ আলি খান। যদিও অভিনেতার আসল নাম অনেকেই জানেন না। আসলে মনসুর-আলি খান পতৌদি এবং শর্মিলা ঠাকুরের পুত্রের আসল নাম হল সাজিদ আলি খান।
advertisement
12/12
টাইগার শ্রফ: অভিনেতা জ্যাকি শ্রফ এবং আয়েষা শ্রফের পুত্র টাইগার শ্রফ। অথচ অভিনেতার আসল নাম কিন্তু টাইগার নয়। বরং জয় হেমন্ত শ্রফ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Real Names of Bollywood Celebs: অমিতাভ বচ্চন থেকে সইফ আলি খান কিংবা ক্যাটরিনা থেকে কিয়ারা; প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের আসল নাম জানা আছে তো?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল