Yami Gautam-Aditya dhar: অক্ষয় তৃতীয়ার দিনেই মা হলেন ইয়ামি! অভিনেত্রীর ছেলে হল নাকি মেয়ে? সন্তানের নামেও আছে বড় চমক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Yami Gautam-Aditya dhar becomes parent: অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই ইয়ামি-আদিত্যর পরিবারে নতুন অতিথি এসেছে। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সন্তানের নামও জানিয়েছেন ইয়ামি গৌতম।
advertisement
1/7

অভিনেত্রী ইয়ামি গৌতম এবং পরিচালক আদিত্য ধরের পরিবারে নতুন অতিথির আগমণ। পুত্র সন্তানের জন্ম দিলেন ইয়ামি। সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন নায়িকা।
advertisement
2/7
অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই ইয়ামি-আদিত্যর পরিবারে নতুন অতিথি এসেছে। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ছেলের নামও জানিয়েছেন ইয়ামি গৌতম।
advertisement
3/7
ইয়ামি ও আদিত্য ছেলের নাম রাখলেন বেদাবিদ। সুখবর জানানোর পরেই সেলেব দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলে।
advertisement
4/7
ইয়ামি গৌতমের সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখা, ‘‘আমাদের আদরের ছেলে বেদাবেদের আগমণে আমরা উচ্ছ্বসিত। অক্ষয় তৃতীয়ার দিনেই আমাদের কাছে এসেছে আমাদের সন্তান। আপনারা সকলে ওকে ভালবাসা আর আশির্বাদে ভরিয়ে তুলুন।’’
advertisement
5/7
২০২১ সালে ‘উরি’ ছবির আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বাধের ‘উরি’ অভিনেত্রী ইয়ামি গৌতম। বিয়ের ৩ বছরের মাথায় সন্তান এল দম্পতির ঘরে।
advertisement
6/7
ইয়ামির আসন্ন ছবি ‘আর্টিকেল ৩৭০’-এর ট্রেলার লঞ্চেই সন্তান আসার খবর জানিয়েছিলেন ইয়ামি-আদিত্য। আদিত্য জানিয়েছিলেন, ‘বেবি অন দ্য ওয়ে’। হবু মা-বাবার মুখে ছিল হাসির ঝলক।
advertisement
7/7
প্রসঙ্গত এই বছরেই মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোনও। সেপ্টেম্বরে আসতে চলেছে অভিনেতা রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের সন্তান।