Katrina Kaif's Bodyguard: ‘সবথেকে সুন্দর বডিগার্ড’! ক্যাটরিনার নিরাপত্তারক্ষী দীপকের বেতন শুনলে আঁতকে উঠবেন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Katrina Kaif's Bodyguard: সম্প্রতি নজরে এসেছেন ক্যাটরিনা কইফের বডিগার্ড দীপক সিং। তাঁর রূপ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। অনেকে বলছেন, ‘সবথেকে সুন্দর বডিগার্ড’ দীপকই।
advertisement
1/5

তাঁরাই রক্ষক। তাঁরাই ভরসা। বারবার ক্যামেরার সামনে এলেও মানুষের চোখ এড়িয়ে যান। সেই নিরাপত্তারক্ষীদের ছাড়া এক পা চলতে পারেন না তারকারা। কিন্তু তাঁদের জীবনে আলোকপাত করলে বোঝা যাবে কম বিলাসবহুল নয়।
advertisement
2/5
সম্প্রতি নজরে এসেছেন ক্যাটরিনা কইফের বডিগার্ড দীপক সিং। তাঁর রূপ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। অনেকে বলছেন, ‘সবথেকে সুন্দর বডিগার্ড’ দীপকই।
advertisement
3/5
‘টাইগার ৩’-র নায়িকা ক্যাটরিনাকে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে দীপকের সঙ্গে। কালো স্যুটপ্যান্ট পরে দেখা যায় দীপককে। ক্যাটরিনার মতো মারকাটারি সুন্দরীর পাশে কম উজ্জ্বল দেখায়নি তাঁকে।
advertisement
4/5
দীপকের বার্ষিক বেতন জানেন? একাধিক সংবাদমাধ্যমে খবর, দীপক এক বছরে এক কোটি টাকার কাছাকাছি মাইনে পান। ক্যাটরিনা ছাড়াও একাধিক তারকাকে নিরাপত্তা দিয়েছেন দীপক।
advertisement
5/5
দীপিকা পাড়ুকোন, সলমন খান, মাধুরী দিক্ষীত, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্যারিস হিল্টনের মতো তারকাদের সঙ্গেও কাজ করেছেন বডিগার্ড দীপক।