TRENDING:

কারও গার্হস্থ্য হিংসা, কারও বা পরকীয়া, এক বছরে ভাঙল কত সম্পর্ক, ফিরে দেখা সেই তারকাদের

Last Updated:
শেষ হতে চলল আরও একটা বছর। আর একটির শুরু। ৩৬৫ দিনে কত কত সম্পর্ক ভেঙেছে আর গড়েছে। আর এই একটি বছরের শেষবেলায় এসে বলিউডের সেই সমস্ত সম্পর্কের দিকে এক নজর দেওয়া যাক।
advertisement
1/8
কারও গার্হস্থ্য হিংসা, কারও পরকীয়া, এক বছরে ভাঙল কত জুটি, ফিরে দেখা সেই তারকাদের
শেষ হতে চলল আরও একটা বছর। আর একটির শুরু। ৩৬৫ দিনে কত কত সম্পর্ক ভেঙেছে আর গড়েছে। এই ভাঙা গড়ার খেলা কখনও তিক্ত হয়েছে, কখনও বা বন্ধুত্বপূর্ণ। আর এই একটি বছরের শেষবেলায় এসে বলিউডের সেই সমস্ত সম্পর্কের দিকে এক নজর দেওয়া যাক।
advertisement
2/8
ঐশ্বর্য রজনীকান্ত-ধানুষ: রজনীকান্তের বড় কন্যা, পরিচালক এবং তামিল সুপারস্টারের দাম্পত্য ছিল দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় বিষয়বস্তু। কিন্তু আচমকাই বছরের শুরুর দিকে যৌথ বিবৃতি দিয়ে তাঁরা জানান, আইনি বিচ্ছেদ না করলেও আলাদা হয়ে যাবেন। তার পর দুই তারকার পরিবার বহুবার তাঁদের সম্পর্ক জুড়ে দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। দুই ছেলেকে মানুষ বাবা-মা হয়ে থাকলেও দাম্পত্যে ফিরবেন না বলেই স্থির করেন ধানুষ-ঐশ্বর্য।
advertisement
3/8
চারু অসোপা-রাজীব সেন: সুস্মিতা সেনের ভাই রাজীব এবং চারুর সম্পর্কের সমীকরণ বারবার বদলেছে। কখনও তাঁরা বিচ্ছেদের পথে হেঁটেছেন, কখনও মেয়ে জিয়ানার জন্য সম্পর্ক জোড়া লাগানোএ চেষ্টা করেছেন। কিন্তু শেষমেশ পরকীয়া, শারীরিক হেনস্থার মতো অভিযোগ ওঠার পর আইনি বিচ্ছেদকেই একমাত্র পথ হিসেবে বেছে নেন তাঁরা। যদিও সম্প্রতি দম্পতি ঠিক করেছেব, আর কোনও তিক্ততায় যাবেন না, বিচ্ছেদ করে সুসম্পর্ক রেখে মেয়েকে মানুষ করবেন।
advertisement
4/8
সুস্মিতা সেন-ললিত মোদি: ২০২২-এ সবথেকে চর্চিত জুটি। কিন্তু তাঁদের সম্পর্কের মেয়াদ বড়ই কম। জুলাই মাসে হঠাৎই প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত বিশ্বসুন্দরীর সঙ্গে ছবি দিয়ে লেখেন, 'অর্ধাঙ্গিনী'। তারপরেই শুরু হয়ে যায় ব্যাপক চর্চা। ধারণা করা হয়, তাঁরা বিয়েও করবেন। যদিও কিছু দিনের মধ্যেই সুস্মিতাকে আবার প্রাক্তন প্রেমিক রোহমান শলের সঙ্গে বেশি সময় কাটাতে দেখা যায়। অন্য দিকে ললিতের ট্যুইটারের প্রোফাইল থেকে সুস্মিতার ছবি সরে যায়। বোঝা যায়, সম্পর্ক টেকেনি।
advertisement
5/8
আরবাজ খান-জর্জিয়া অ্যান্ড্রিয়ানি: মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আরবাজ ইতালীয় মডেল-অভিনেত্রী জর্জিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান। এমনকি বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছিল। কিন্তু সদ্য মালাইকা অরোরা সঞ্চালিত একটি চ্যাট শো-তে অতিথি করণ জোহরের কথায় জানা যায়, সম্ভবত দুই তারকার বিচ্ছেদ হয়ে গিয়েছে।
advertisement
6/8
অবন্তিকা মালিক-ইমরান খান: বহু বছরের প্রেম, ২০১১-তে বিয়ে, ২০১৪-তে কন্যাসন্তান। কিন্তু হঠাৎই ছন্দপতন। দাম্পত্যে মন টিকল না কারওরই। আর তাই বহু দিন ধরেই তাঁরা আলাদা থাকেন। প্রায় ২ বছর হয়ে গেল তাঁদের ছাদ আলাদা। চলতি বছর বিবাহবিচ্ছেদের জন্যেও পা বাড়িয়েছেন বলে শোনা গিয়েছে।
advertisement
7/8
রাখি সাওয়ান্ত-রীতেশ সিং: ২০১৮ সালে রীতেশকে বিয়ে করেছিলেন রাখি। তাও গোপনে। 'বিগ বস'-এর শো-তে যাওয়ার পর নিজের সম্পর্কের কথা স্বীকার করেন তিনি। ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছিলেন দম্পতি হিসেবে। কিন্তু চলতি বছরই তাঁরা আলাদা হয়ে যান। কারণ হিসেবে রাখি জানান, রীতেশ নাকি তাঁর সঙ্গে আর থাকতে চান না, তাই নাকি বাড়ি ছেড়েও চলে গিয়েছেন।
advertisement
8/8
সীমা সাজদেহ-সোহেল খান: ২৪ বছরের সম্পর্ক শেষমেশ ভেঙেই িদলেন তারকা দম্পতি। বহু বছর ধরেই তাঁরা আলাদা থাকেন। কিন্তু সোহেলের দাদা সলমন খান থেকে শুরু করে পরিবারের অনেকেই তাঁদের বিয়ে টেকানোর চেষ্টা করেও সুরাহা পাননি। গত অগাস্ট মাসে খাতায় কলমে বিবাহবিচ্ছেদ করেন তাঁরা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
কারও গার্হস্থ্য হিংসা, কারও বা পরকীয়া, এক বছরে ভাঙল কত সম্পর্ক, ফিরে দেখা সেই তারকাদের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল