Vegetarian Bollywood Celebrities: আমিষ খাবার ছুঁয়ে দেখেন না! কেউ আবার ভিগান, ভরসা কেবল সব্জিতে, নিরামিষাশী তারকাদের তালিকা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Vegetarian Bollywood celebrities in India: ফিট থাকার জন্য কেউ কেউ আবার চিরতরে আমিষ খাবারের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। নিরামিষাশী হয়ে উঠেছেন কোনও কোনও তারকা। বলিউডে এরকমই কয়েকজনের নামের তালিকা দেওয়া হল।
advertisement
1/12

শরীর স্বাস্থ্য নিয়ে সর্বদা সচেতন বিনোদন জগতের তারকারা। ডায়েট মেনে খাওয়া দাওয়া, সময় ধরে শরীরচর্চা, ফিট থাকতে তাঁদের নিয়মের বেড়াজালে থাকতেই হয়।
advertisement
2/12
তবে এই ফিট থাকার জন্য কেউ কেউ আবার চিরতরে আমিষ খাবারের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। নিরামিষাশী হয়ে উঠেছেন কোনও কোনও তারকা। বলিউডে এরকমই কয়েকজনের নামের তালিকা দেওয়া হল।
advertisement
3/12
বিদ্যুৎ জামওয়াল- বলিউডের অন্যতম ফিট অভিনেতাদের মধ্যে একজন। আর তাই আমিষ খান না বিদ্যুৎ। নিরামিষ খেয়ে শরীরের যত্ন নিতে পছন্দ করেন নায়ক।
advertisement
4/12
জন আব্রাহাম- অ্যাকশন হিরো জনের শারীরিক গঠনে মুগ্ধ গোটা দেশ। তিনিও আমিষ ত্যাগ করে নিরামিষে বিশ্বাসী।
advertisement
5/12
কার্তিক আরিয়ান- নিরামিষ খাবার ছুঁয়ে দেখেন না কার্তিক। নিরামিষ খেয়ে ফিট থাকতে পছন্দ করেন। যদিও ‘আকাশবাণী’ ছবির জন্য ডিম খেতে বাধ্য হয়েছিলেন তিনি।
advertisement
6/12
অনুষ্কা শর্মা- পশুপ্রেমী বলি তারকা অনুষ্কা। PETA-এর সঙ্গে কাজ করার সময় একজন খাঁটি নিরামিষাশী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
advertisement
7/12
কঙ্গনা রানাউত- বিশুদ্ধ নিরামিষাশী বলিউড ক্যুইন। আধ্যাত্মিকতার কারণে মাংস খাওয়া ছেড়েছেন কঙ্গনা। তাঁর দাবি, এই সিদ্ধান্তের পর তাঁর জীবনে বড় বদল এসেছে।
advertisement
8/12
সোনম কাপুর- কেবল নিরামিষাশী নন, সোনম ভিগান। পশুপ্রেমী সোনম মনে করেন, সমস্ত প্রাণীর জীবনের মূল্য আছে। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
9/12
বিদ্যা বালন- ২০১০ সালে এশিয়ার সবথেকে সুন্দরী নিরামিষাশীর শিরোপা পেয়েছিলেন বিদ্যা। তিনি মনে করেন, আমিষ ছেড়ে দেওয়ার ফলে তাঁর হজমশক্তি উন্নত হয়েছে।
advertisement
10/12
শাহিদ কাপুর- আগে আমিষ খেতে পছন্দ করতেন শাহিদ। কিন্তু বাবা পঙ্কজ কাপুরের দেওয়া একটি বই ‘লাইফ ইজ ফেয়ার’ পড়ার পর তিনি নিজেকে আমিষ খাবারের থেকে দূরে সরিয়ে নেন।
advertisement
11/12
অমিতাভ বচ্চন- বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমিষ খাওয়া ছেড়ে দেন অমিতাভ। মাছ, মাংস, পান, চিনি, ভাত, সবই খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি।
advertisement
12/12
.আমির খান- ২০১৫ সালে আমিষ খাওয়া ছাড়েন আমির। প্রাক্তন স্ত্রী কিরণ রাও তাঁকে একটি ভিডিও দেখিয়েছিলেন, যেখানে দাবি করা হয়েছিল, আমিষ খেলে নানা ধরনের রোগ হতে পারে। এখন তিনি ভিগান।