IN PICS: মায়ের মতোই মেয়ে, ঐশ্বর্যের পাশে সাজগোজে নজর কাড়ছে ছোট্ট আরাধ্যা
Last Updated:
advertisement
1/10

কান ফিল্ম ফেস্টিভ্যালে এটা ঐশ্বর্যর ১৬তম বছর । আর মেয়ের সাত।
advertisement
2/10
জন্মের পর পরই আরাধ্যাকে নিয়ে কান ফিল্ম ফেস্টিভালে হাজির হয়েছিলেন ঐশ্বর্য। তারপর থেকে প্রতেক বছর আরাধ্যাকে দেখাগেছে তাঁর সঙ্গে। এবারও তার অন্যতা হয়নি। (Photo: Instagram)
advertisement
3/10
কথায় আছে না, মায়ের মতোই মেয়ে ৷ আর সেটারই দেখা মিলল কান চলচ্চিত্র উৎসবে৷ (Photo: Instagram)
advertisement
4/10
গপ্পোটা হল, নীল রঙের ময়ূরী পেখমের আদলে পোশাক পরেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ রেড কার্পেটে ছড়িয়ে ছিল সেই পোশাকের একাংশ ৷ দুনিয়ার কাছে নজর তো কাড়লেন তিনি ৷ তবে সেই পোশাককে নিয়ে আরাধ্যা যা করলেন, তাই উঠে এল খবরে ৷ (Photo: Instagram)
advertisement
5/10
সুযোগ পেয়েই মায়ের পোশাকের ওপর শুয়ে পড়ল আরাধ্যা ৷ গালে হাত দিয়ে শুয়ে সেই ছবি শেয়ারও হল ইনস্টাগ্রামে ৷ (Photo: Instagram)
advertisement
6/10
রেড কার্পেটে হাঁটার আগে মেয়েক স্নেনচুম্বন মায়ের (Photo: Instagram)
advertisement
7/10
ঐশ্বর্যর ফ্যাশন ছাড়াও এবার কানে আলোচ্য বিষয় মা-মেয়ের সমীকরণ । (Photo: Instagram)
advertisement
8/10
ঐশ্বর্যর ফ্যাশন ছাড়াও এবার কানে আলোচ্য বিষয় মা-মেয়ের সমীকরণ । (Photo: Instagram)
advertisement
9/10
কখনও মায়ের হাত ধরে আরাধ্যার নাচ, কখনও মা, মেয়ের সমুদ্র দেখার একান্ত মুহূর্ত, সব ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে (Photo: Instagram)
advertisement
10/10
Photo: Instagram