রাম তেরি গঙ্গা মেয়লিতে ঝড় তুলেছিলেন,আজ দুই সন্তানের মা, জন্মদিনে কেমন আছেন মন্দাকিনী?
Last Updated:
ছবিতে বেশ সাহসী দৃশ্যে পাওয়া গিয়েছিল মন্দাকিনীকে৷ সাদা শাড়িতে জলে ভিজে নেচেছিলেন তিনি৷ সিক্ত-স্বচ্ছ শাড়িতে ফুটে উঠেছিল তার যৌবন৷
advertisement
1/10

মন্দাকিনীকে মনে আছে নিশ্চয়ই৷ রাম তেরি গঙ্গা মেয়লির সেই সেনসেশনাল নায়িকা৷ যার কথা বললেই মনে পড়ে সাদা শাড়ি পরে চুপচুপে ভিজে সেই নাচের কথা৷
advertisement
2/10
আজ মন্দাকিনীর জন্মদিন৷ দেখে নেওয়া যাক নায়িকার বর্তমানের হালহকিকৎ৷
advertisement
3/10
খুব অল্প সময়ের তাঁর বলিউড কেরিয়ার৷ ১৯৮৫ শালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি৷ অনেক ছবিতে নায়িকার ভূমিকায় পাওয়া গিয়েছে তাকে৷ তবে রাম তেরি গঙ্গা মেয়লি ছবিটি তাকে সবথেকে জনপ্রিয়তা দিয়েছিল৷
advertisement
4/10
মন্দাকিনীর আসল নাম জ্যাসমিন জোসেফ৷ মা মুসলিম, বাবা ক্রিশ্চান ধর্মের ছিলেন৷ প্রথম ছবি মজলুম৷ সেখানেই তার নাম বদল ঘটে৷ জ্যাসমিন থেকে তিনি হয়ে ওঠেন মন্দাকিনী৷
advertisement
5/10
নজরে পড়েন রাজ কাপুরের৷ তখন তার বয়স ছিল মাত্র ২২৷ সেই বয়সে রাজ কাপুরের ছবিতে কাজ করেন তিনি৷ ছবিও সুপার-ডুপার হিট৷ সঙ্গে নায়িকাও৷
advertisement
6/10
ছবিতে বেশ সাহসী দৃশ্যে পাওয়া গিয়েছিল মন্দাকিনীকে৷ সাদা শাড়িরে জলে ভিজে নাচেছিলেন তিনি৷ সিক্ত-স্বচ্ছ শাড়িতে ফুটে উঠেছিল তার যৌবন৷
advertisement
7/10
এরপর থেকে মন্দাকিনী ছিলেন হিট৷ দাউদের সঙ্গে তার সম্পর্কের কথাও শোনা গিয়েছিল৷
advertisement
8/10
তবে ধীরেধীরে ভাল ছবি ওফার না পাওয়ার ফলে ইন্ডাস্ট্রি থেকে সরতে থাকেন তিনি৷ এরপর গানের জগতে প্রবেশ করেন নায়িকা৷ দুটি অ্যালবামও প্রকাশ করেন তিনি৷
advertisement
9/10
ডঃ কাগউর টি রিনপোচে ঠাকুরের সঙ্গে বিয়ে হয়েছে মন্দাকিনী৷ তিব্বতী ঔধষির ব্যবসার রয়েছে তাঁর৷ ১৯৯০ শালে বিয়ে হয় তাদের৷ ২৫ বছরের বিবাহিত জীবন তাদের৷
advertisement
10/10
দুটি সন্তার রয়েছে তাদের৷ ছেলের নাম রাব্বিল, মেয়ের নাম রাবজে৷ ২০০০-এ ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের ছেলে রাব্বিলের৷