'Holi Mubarak' জাতি-ধর্ম সরিয়ে হোলিতে মাতলেন আমির-কিরণ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
উঠেছে, তিনি প্রতিবাদ জানিয়েছেন। এবারে ফের অন্য প্রতিবাদে সামিল মিস্টার পারফেকসনিস্ট। স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদকে নিয়ে সকাল সকাল নেমে পড়েন রং খেলতে।
advertisement
1/5

* আজাদকে নিয়ে সস্ত্রীক দোল খেললেন আমির। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হোলির শুভেচ্ছা জানিয়ে লিখলেন, 'Holi Mubarak guys..Love.' ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/5
* দেশে যতবার জাতি-ধর্মভেদ নিয়ে জিগির উঠেছে, তিনি প্রতিবাদ জানিয়েছেন। এবারে ফের অন্য প্রতিবাদে সামিল মিস্টার পারফেকসনিস্ট। স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদকে নিয়ে সকাল সকাল নেমে পড়েন রং খেলতে। আমিরের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, মায়ের সঙ্গে হাতে পিচকিরি নিয়ে রং খেলছে আজাদ। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/5
* এদিন বন্ধুদের সঙ্গে হোলিতে মাততে দেখা গিয়েছে তাঁকে। আমির খানের প্রথম পক্ষের স্ত্রী ছিলেন রিনা দত্ত। তাঁদের দুই সন্তান ইরা ও জুনেইদ। অভিনেতা কিরণ রাওকে বিয়ে করেন ২০০৫-এ। ২০১১সালে আজাদের জন্ম। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/5
* দোলের দিন আমিরের পোস্ট করা ছবিতে কিরণ আর আজাদ দু'জনেই সাদা পোশাক পড়েছে। আজাদের হাতে হলুদ পিচকারি। আর একটি ছবি রং মাখা আজাদ। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
5/5
* 'থ্রি ইডিয়েটস'-এর বহু বছর পর আমির খান (Aamir Khan) আর করিনা কাপুর (Kareena Kapoor) একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন 'লাল সিং চাড্ডা'য় (Laal Singh Chaddha)। ছবির শুট শুরু হতেই প্রকাশ্যে এসেছিল আমিরের লুক। পাগড়ি-দাড়ি-গোঁফে জাঠ লুকে অভিনেতাকে অনেকেই চিনতে পারেননি। ছবি: ইনস্টাগ্রাম।