TRENDING:

Bigg Boss OTT Finale: বিগ বস ওটিটি ফিনালে আজ, শমিতা-রাকেশ-দিব্যাদের মধ্যে কে পাবেন ট্রফি?

Last Updated:
শনিবার অনুষ্ঠিত হতে চলেছেন 'বিগ বস ওটিটি'-র ফিনালে (Bigg Boss OTT Finale)।
advertisement
1/6
বিগ বস ওটিটি ফিনালে আজ, শমিতা-রাকেশ-দিব্যাদের মধ্যে কে পাবেন ট্রফি?
শনিবার অনুষ্ঠিত হতে চলেছেন 'বিগ বস ওটিটি'-র ফিনালে (Bigg Boss OTT Finale)। আপাতত ঘরে রয়েছেন পাঁচ প্রতিযোগী। এই পাঁচজনের মধ্যেই কারও একজনের হাতে উঠবে 'বিগ বস ওটিটি'-র ফিনালে ট্রফি (Bigg Boss OTT Finale)। শেষ পাঁচ প্রতিযোগীরা হলেন, শমিতা শেট্টি, দিব্যা আগরওয়াল, রাকেশ বাপাত, নিশান্ত ভাট ও প্রতীক সেহাজপাল। প্রায় এক মাস ধরে এই প্রতিযোগীরা বিগ বস ওটিটি-র ঘরে রয়েছেন। এই শো-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন করণ জোহর (Karan Johar)। জানা গিয়েছে, 'বিগ বস ওটিটি'র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ওটিটি প্ল্যাটফর্ম ভুট-এ। ১৮ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত 'বিগ বস ওটিটি'র গ্র্যান্ড ফিনালে। আর তা সম্প্রচারিত হবে রবিবার। ভুট-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে এই ঘোষণা করা হয়েছে।
advertisement
2/6
শমিতা শেট্টি-- প্রতিযোগিতার প্রথম থেকেই নিরাপদ জোনেই রয়েছেন শমিতা। নিজে যা বিশ্বাস করেছেন, বিগ বসের ঘরে সেটাই করেছেন শিল্পার বোন শমিতা শেট্টি (Shamita Shetty)। দিব্যা আগরওয়াল ও অক্ষরা সিংয়ের জন্য লড়াইও করেছেন তিনি। তাঁর এই সমস্ত কার্যকলাপ দর্শকের নজর কেড়েছে।
advertisement
3/6
রাকেশ বাপাত-- বলিউডে ছবি করে দর্শকের মনে ভালো জায়গা করেছিলেন রাকেশ বাপাত (Raqesh Bapat)। বিগ বস ওটিটি-তেও প্রথম থেকেই শান্ত ও ভদ্র প্রতিযোগী হিসেবে শুরু করেছিলেন। ঘরে কোনও কাজের ক্ষেত্রেই নিজের এই স্ট্র্যাটেজির বদল করেননি রাকেশ। শমিতার মতোই ফ্যানবেস তৈরি হয়েছে তাঁর।
advertisement
4/6
নিশান্ত ভাট-- বিগ বস ওটিটি-র ঘরে আসার আগে বহু ডান্স রিয়ালিটি শো-তে দেখা গিয়েছে নিশান্ত ভাট (Nishant Bhat)-কে। বিগ বসের ঘরেও নিজের স্ট্র্যাটেজি তৈরি করে দর্শকের মন জয় করেছেন নিশান্ত। বহু তর্ক-অশান্তিতে জড়িয়েও ফিনালেতে রয়েছেন তিনি, সেটাই দর্শকের পছন্দের কথা প্রমাণ করে।
advertisement
5/6
দিব্যা আগরওয়াল-- বিগ বস ওটিটির ঘরে সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগীদের মধ্যে রয়েছেন দিব্যা আগরওয়াল (Divya Agarwal)। একাধিক অশান্তিতে তাঁর নাম জড়িয়েছে। স্ক্রিনে ঝগড়া করতেও দেখা গিয়েছে দিব্যাকে। তবে জনপ্রিয়তায় ভর করে পৌঁছে গিয়েছেন ফিনালেতে।
advertisement
6/6
প্রতীক সেহাজপাল-- বিগ বস ওটিটি-র ঘরে প্রতীক সেহাজপাল (Pratik Sehajpal) অবশ্যই 'ওভার দ্য টপ' প্রতিযোগী। প্রত্যেকের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন প্রতীক। নেহা ভাসিনের সঙ্গে তাঁর জুটিও নজর কেড়েছে দর্শকের। শেষ পর্যন্ত বিগ বস ওটিটির ফিনালের ট্রফি কার হাতে ওঠে এখন সেটাই দেখার।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bigg Boss OTT Finale: বিগ বস ওটিটি ফিনালে আজ, শমিতা-রাকেশ-দিব্যাদের মধ্যে কে পাবেন ট্রফি?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল