TRENDING:

বেতস শরীর, গহন বক্ষবিভাজিকা, ফটোশ্যুটে সাগরতীরে আগুন ঝরাচ্ছেন অনুষ্কা শর্মা!

Last Updated:
ফোটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছে। দুষ্টু-মিষ্টি অনুষ্কার এ হেন আগুন ঝরানো ছবি থেকে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা!
advertisement
1/10
বেতস শরীর, গহন বক্ষবিভাজিকা, ফটোশ্যুটে সাগরতীরে আগুন ঝরাচ্ছেন অনুষ্কা শর্মা!
• অনুষ্কা শর্মা (Anushka Sharma) বেশ কিছু দিন বড় পর্দায় আসেননি। অবশ্য প্রযোজক রূপে কাজ করেছেন তিনি। তবে পর্দায় না আসার আরও একটি কারণ হল সম্প্রতি মা হয়েছেন তিনি। জন্ম নিয়েছে তাঁর এবং বিরাট কোহলির (Virat Kohli) কন্যাসন্তান ভামিকা (Vamika)। দু'জনের নামের আদ্যক্ষর মিলিয়েই এই নাম বেছে নিয়েছেন কোহলি দম্পতি। অনেক চেষ্টাতেও নবজাতকের এতটুকু নাগাল পায়নি মিডিয়া। অনুষ্কা আর বিরাট চান না যে তাঁদের সন্তান ছোট থেকেই মিডিয়া অ্যাটেনশন পেয়ে বড় হোক। বরং আর পাঁচটা সাধারণ ছেলেমেয়ের মতোই তার বেড়ে ওঠা হোক, এটাই চান তাঁরা। কিছু দিন আগেই ভোগ পত্রিকার কিছু পুরনো ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছে। দুষ্টু-মিষ্টি অনুষ্কার এ হেন আগুন ঝরানো ছবি থেকে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা!
advertisement
2/10
• হাই ওয়েস্ট ফ্লোরাল শর্টস আর আসমানি টপে দারুণ লাগছে অনুষ্কাকে। তবে এই ছবিতে তাঁর ইউএসপি হল মাছ ধরার জালের মতো ট্রাউজার।
advertisement
3/10
• জুলাই মাসে ভোগ ইন্ডিয়ার জন্য এই ফটোশুট করেছিলেন নায়িকা। গরমকালের উষ্ণতা আরও বাড়িয়ে দিয়ে যেন হাতছানি দিচ্ছেন অনুষ্কা।
advertisement
4/10
• এই ফটোশুট হয়েছিল ভারতে লকডাউন শুরু হওয়ার কিছু দিন আগে। অনুষ্কার বেতস চেহারায় এই হলুদ কালোর যুগলবন্দী বেশ ভালো লাগছে।
advertisement
5/10
• অনুষ্কার প্রতিটি ছবিতে রয়েছে এক রকমের পজিটিভ ভাইভ। বিশেষ করে যাঁরা বেড়াতে ভালোবাসেন, তাঁদের এই সব ছবি দেখলেই বেড়াতে যেতে ইচ্ছে করবে কোনও অজানা জায়গায়। রকিং চেয়ারে অনুষ্কাও রিল্যাক্স করছেন।
advertisement
6/10
• একজন নায়িকা যখনই ফটোশ্যুট করেন তখন কিছুটা হলেও গ্ল্যামারের ঝলকানি থাকে। বিপরীতে হেঁটে অনুষ্কার এই ফটোশ্যুট অনেক স্নিগ্ধ।
advertisement
7/10
• ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদে কালো হারমিস সুইমস্যুট আর কালো শিয়ার শার্ট পরে জলপরীর মতো এই ছবি তুলেছেন নায়িকা। জলপরী না কি মৎস্যকন্যা?
advertisement
8/10
• মাল্টিপল রিসর্ট ওয়্যার সেই সিজনের বৈশিষ্ট্য ছিল। জ্যাকেটের মাধ্যমে পরিবেশ নিয়ে কিছু বার্তাও দেওয়া হয়েছে।
advertisement
9/10
• প্রিন্টেড বিচ ওয়্যারে আকর্ষণীয় লাগছে অনুষ্কাকে। তবে উপকূল ছাপিয়ে গিয়েছে তাঁর মনভোলানো হাসি।
advertisement
10/10
• সাদা কালো ছবিতে একটা রেট্রো ফিল দেওয়া হয়েছে। ভোগের সঙ্গে অনুষ্কা প্রি-প্রেগনেন্সি শ্যুটও চমৎকার ছিল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
বেতস শরীর, গহন বক্ষবিভাজিকা, ফটোশ্যুটে সাগরতীরে আগুন ঝরাচ্ছেন অনুষ্কা শর্মা!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল