বিয়ে সামনে, তার আগে নিজের প্রেগন্যান্সির খবর দিলেন বলি-অভিনেত্রী এমি জ্যাকসন
Last Updated:
advertisement
1/6

♦ বলিউডে তেমনভাবে নজর কাড়তে পারেননি ঠিকই, তবে একটা ছাপ ফেলেছেন ৷ তা হলফ কররে বলাই যায় ৷
advertisement
2/6
♦ কিন্তু দক্ষিণী চলচ্চিত্র জগতে তাঁর প্রতিপত্তি আর ক্যারিশ্মার কথা তো কারও অজানা নয়! এমি জ্যাকসন একের পর এক সুপার ডুপার হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের ৷
advertisement
3/6
♦ এ বার তাঁর ব্যক্তিগত জীবনে খুশির হাওয়া ৷ আর সেই খবরটি নিজেই একটি ছবি পোস্ট করে জানিয়েছেন নায়িকা ৷
advertisement
4/6
♦ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে তিনি তাঁর প্রেগন্যান্সির খবর দিয়েছেন ৷ তিনি লিখেছেন,‘‘আমি ছাদে উঠে গোটা বিশ্বকে চিৎকার করে এই খবরটা জানাতে চাই ৷ আর আজকের দিনটা মাতৃ দিবস হিসেবে যথার্থ আমার কাছে ৷ আমি ইতিমধ্যেই পৃথিবীর অন্য সব কিছুর থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছি ৷ প্রকৃত এবং সৎ ভালোবাসা ৷ আমার ছোট্ট লিব্রা তোমাকে দেখার জন্য আমাদের আর তর সহ্য হচ্ছে না ৷’’
advertisement
5/6
♦ এ বছরের ১ জানুয়ারি হবু বর জর্জ পেনিইয়টের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী ৷ পেশায় ব্যবসায়ী জর্জ। অন্য একটি ছবিতে এমি ও জর্জকে চুমু খেতে দেখা গিয়েছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “বিশ্বের সবথেকে সুখী মহিলা বানানোর জন্য ধন্যবাদ। নতুন বছর নতুন অ্যাডভেঞ্চার নিয়ে শুরু হল।”
advertisement
6/6
♦ সবাই মনে করছেন গ্রিসে আগামী ২০২০ সালে এলাহিভাবে জর্জকে বিয়ে করতে চলেছেন ৷ আর তার আগেই তিনি নিজের প্রেগন্যান্সির খবর দিলেন ৷