Actress Cry: বিয়ের মরশুমে নায়িকার চোখে জল! দিদির বিদায়ীতে হাউমাউ করে কেঁদে ভাসালেন জনপ্রিয় অভিনেত্রী
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সচর আচর নায়িকারা এভাবে ছবি পোস্ট করেন না৷ তাঁরা সবসময়ই হাসিমুখের ছবিই পোস্ট করেন৷ শুধু নায়ক-নায়িকারাই নন, সাধারণ মানুষও হাসি-মজার ছবিই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়৷ এখানেই ব্যতিক্রমী অভিনেত্রী সানিয়া মালহোত্রা৷
advertisement
1/6

কাঠাল, জাওয়ান, শ্যাম বাহাদুরের মতো ছবিতে অভিনয় করা সানিয়া মালহোত্রা এবার জনসমক্ষে কাঁদলেন৷ একেবারে হাউমাউ করেই তিনি কেঁদে ফেললেন৷ এবং সেই ছবিও নিজেই শেয়ার করলেন সকলের সঙ্গে৷ যা সচর আচর নায়িকারা করেন না৷ তাঁর সবসময়ই হাসিমুখের ছবিই পোস্ট করেন৷ শুধু নায়ক-নায়িকারাই নন, সাধারণ মানুষও হাসি-মজার ছবিই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়৷ এখানেই ব্যতিক্রমী অভিনেত্রী সানিয়া মালহোত্রা৷
advertisement
2/6
সানিয়া মালহোত্রা৷ বলিউডের খুবই জনপ্রিয় মুখ৷ দঙ্গল ছবিতে তাঁকে দেখে সকলে মুগ্ধ হয়েছিলেন৷ তারপর একে একে অনেক ছবিই করেছেন তিনি৷ লুডো, শকুন্তলা দেবী, পটাখা, জাওয়ান, শ্যাম বাহাদুরের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি৷ অসম্ভব সুন্দর নাচেন অভিনেত্রী৷ মাঝেমধ্যেই সেই নাচের ভিডিও ভাইরাল হয়৷
advertisement
3/6
সম্প্রতি সানিয়া মালহোত্রার দিদি শগুনের বিয়ে হয়। সেই বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী৷ দিদির বিয়েতে অনেক কাজ করতে দেখা গিয়েছে তাঁকে৷ চুটিয়ে বিয়েতে আনন্দ করেন তিনি৷
advertisement
4/6
বিয়ের প্রতিটি অনুষ্ঠানের ছবি পোস্ট করেন অভিনেত্রী৷ হলদি থেকে বিয়ের সঙ্গীত, সবেতেই নজর কাড়েন সানিয়া৷ বাদ গেল না তাঁর দিদির বিদায়ীর ফোট অ্যালবামও৷
advertisement
5/6
সেখানেই একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন সানিয়া৷ এমনকী পরিবারের সকলের সঙ্গে পাল্লা দিয়ে কাঁদতে দেখা গেল তাঁকে৷ বিয়ের পর বাড়ি থেকে মেয়ের বিদায়ের সময় যেমন ছবি দেখা যায় সাধারণ ভাবে, এখানেও সেই একই রকমের ঘটনা ঘটল৷
advertisement
6/6
সানিয়ার শেয়ার করা দিদির বিয়ের অ্যালবাম থেকে বেশ কয়েকটি ছবিতে দেখা গেল অভিনেত্রীর চোখে জল, যেখানে তিনি তার বোনকে জড়িয়ে ধরে কাঁদছেন৷ এমনকি হলদি অনুষ্ঠানের সময়ও সানিয়া তাঁর আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কেঁদে ফেলেন। সানিয়া তার বোন হলদির একটি ছবি শেয়ার করেছেন, যাতে তাকে রুমাল দিয়ে চোখের জল মুছতে দেখা যায়।