TRENDING:

Rekha Love Life: বিয়ের ৭ মাসেই আত্মঘাতী স্বামী! অমিতাভ নয়, আজও বয়সে ছোট এই নায়কের নামে সিঁদুর পরেন রেখা? বিয়েও হয় গোপনে? কে জানেন?

Last Updated:
Rekha Love Life Gossip: অমিতাভ নয়, বলিউডের আরও অনেক নায়কের সঙ্গে নাম জড়িয়েছে রেখার। বলিউডের এক জনপ্রিয় নায়কের সঙ্গে নাম জড়ায় রেখার। শোনা যায় গোপনে তাঁকে বিয়েও করেছিলেন রেখা। বলিউডের এই নায়কের সঙ্গে একটি সিনেমাতে কাজ করেছিলেন রেখা।
advertisement
1/10
বিয়ের ৭ মাসেই আত্মঘাতী স্বামী! অমিতাভ নয়, আজও কার জন্য সিঁদুর পরেন রেখা জানেন?
*১৯৯০ সালে এক ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। বিয়ের আগে মাত্র একবারই সেই ব্যক্তিকে দেখেছিলেন। কিন্তু বিয়ের সাত মাসের মধ্যেই আত্মহত্যা করেন রেখার স্বামী। তবে তার এত বছর পরেও তিনি টানা কেন সিঁদুর পরেন? কী জানিয়েছেন অভিনেত্রী এই বিষয়ে? সংগৃহীত ছবি।
advertisement
2/10
*বলিউডে একসময় রাজত্ব করেছেন অভিনেত্রী রেখা। ফিল্মি কেরিয়ারের পাশাপাশি ব‍্যক্তিগত জীবন নিয়েও বরাবর চর্চায় থেকেছেন তিনি। অমিতাভের সঙ্গে রেখার সম্পর্ক নিয়ে আজও কানাঘুঁষো বলিপাড়ার অন্দরে। কিন্তু শুধু অমিতাভ নয়, আরও বহু নায়কের সঙ্গে একাধিকবার নাম জড়িয়ে পড়ে অভিনেত্রীর। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*নিন্দকেরা বলে, রেখার জীবন কোনও সিনেমার চিত্রনাট‍্যর চেয়ে কম আকর্ষণীয় নয়। তাঁর সৌন্দর্য, অভিনয়, জীবন, রেখাকে নিয়ে ভক্তদের আজও উন্মাদনা। অমিতাভের সঙ্গে রেখার সম্পর্ক নিয়ে আজও জোর চর্চা। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*কিন্তু শুধু অমিতাভ নয়, বলিউডের আরও অনেক নায়কের সঙ্গে নাম জড়িয়েছে রেখার। বলিউডের এক জনপ্রিয় নায়কের সঙ্গে নাম জড়ায় রেখার। শোনা যায় গোপনে তাঁকে বিয়েও করেছিলেন রেখা। বলিউডের এই নায়কের সঙ্গে একটি সিনেমাতে কাজ করেছিলেন রেখা। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*অমিতাভের নামে সিঁদুর পরেন রেখা, এমন গুঞ্জন বহুবার শোনা যায় কান পাতলেই। তবে, মিডিয়ার অন্দরে জোর গুঞ্জন এই নায়কের সঙ্গে বিয়ের পর থেকেই সিঁদুর পরেন রেখা। সংগৃহীত ছবি।
advertisement
6/10
*১৯৮৪ সালে সঞ্জয় দত্তের 'জমিন আকাশ' নামের একটি ছবিতে সঙ্গে কাজ করেছিলেন রেখা। মিডিয়ার অন্দরে গুঞ্জন এই ছবিতে কাজ করতে গিয়েই ঘনিষ্ঠতা বাড়ে রেখা এবং সঞ্জয় দত্তের। সংগৃহীত ছবি।
advertisement
7/10
*শোনা যায়, সঞ্জয় দত্তের সঙ্গে রেখার এই সম্পর্ককে একেবারেই ভাল চোখে দেখেন নি সঞ্জয়ের মা নার্গিস। সংগৃহীত ছবি।
advertisement
8/10
*জানা যায়, ১৯৮৪ নাগাদ এই খবর ছড়িয়ে পড়ে মিডিয়ার অন্দরে। প্রায় এই সময়ের পর থেকেই সিঁদুর পরতে শুরু করেন রেখা। তারপর থেকেই গুঞ্জন, অমিতাভ নয়, সঞ্জয় দত্তের নামেই সিঁদুর পরেন রেখা। যদিও রেখা কখনওই কিছু বলেন নি। রেখার সঙ্গে সম্পর্ক কিছু বলেন নি সঞ্জয়ও। সংগৃহীত ছবি।
advertisement
9/10
*কিন্তু স্বামীর মৃত্যুর পরেও কেন সিঁদুর পরেন রেখা? এ প্রসঙ্গে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতিকে রেখা জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে গিয়ে বলেন, 'যে শহর থেকে আমি আসছি সেখানে সিঁদুর পরাটা ফ্যাশন।' সংগৃহীত ছবি।
advertisement
10/10
*একবার ভোগ ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে রেখা বলেন, 'আমরা যখন কাউকে খুব ভালবাসি, সেই ভালবাসা কখনও ফুরিয়ে যায় না। একবার যে সম্পর্ক তৈরি হয় সেটা আজন্ম থেকে যায়।' সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rekha Love Life: বিয়ের ৭ মাসেই আত্মঘাতী স্বামী! অমিতাভ নয়, আজও বয়সে ছোট এই নায়কের নামে সিঁদুর পরেন রেখা? বিয়েও হয় গোপনে? কে জানেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল