Bollywood Actress: সেটে ঝাড়পোঁছ থেকে অন্যের বমিও পরিষ্কার! নায়কের ঠোঁটে ঠোঁট ঘষে যেতেই... ভয়ানক ঘটনা! বিয়ে ভাঙতে আত্মহত্যার চেষ্টা? চেনেন কি নায়িকাকে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত অভিনেত্রী তিনি। ৯০-এর দশকে সিনে জগতে রাজ করেছেন। কিন্তু জানলে বিশ্বাস করাই শক্ত যে একসময় এই অভিনেত্রীকে সেটে অন্যের বমি পরিষ্কার করতে হয়েছে।
advertisement
1/10

তারকা হওয়া মুখের কথা। অভিনেতা অভিনেত্রী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে অনেক কঠিন লড়াই করতে হয়েছে বহু সুপারস্টারকে। তুমুল জনপ্রিয় এক বলিউড অভিনেত্রী জানালেন তাঁর স্ট্রাগলের কথা।
advertisement
2/10
advertisement
3/10
বলিউডের অন্যতম খ্যাতনামা এক সুপারস্টারের সঙ্গে নাম জড়িয়েছিল নায়িকার। দু'জনের বাগদানও হয়ে গিয়েছে বলেই শোনা যায়। যদিও সেই সম্পর্কে পরে ছেদ পড়ে।
advertisement
4/10
সুপারস্টারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও এর আগে এত খোলাখুলি কথা বলেন নি নায়িকা। এবার তিনি নিজের পুরনো সম্পর্ক থেকে পর্দা সরালেন।
advertisement
5/10
৯০-এর দশকের এই জনপ্রিয় অভিনেত্রী হলেন রবিনা ট্যান্ডন। ‘মোহরা’ নায়িকাকে তাঁর কেরিয়ারের শুরুতে অসম্ভব কষ্ট করতে হয়েছে।
advertisement
6/10
নায়িকার এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন, ‘‘শুরুর দিকে আমি স্টুডিও পরিষ্কার করতাম। স্টলের মেঢে থেকে বমিও পরিষ্কার করেছি। আমি প্রহ্লাদ কক্করের সহকারী হিসেবেও কাজ করেছি।’’
advertisement
7/10
রবিনার অভিনয় জীবনে নো কিসিং পলিসিতে বিশ্বাসী ছিলেন। অর্থাত্ পর্দায় কাউকে চুম্বন করতেন না। যদিও সহ অভিনেতার সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিংয়ে অত্যন্ত খারাপ অভিজ্ঞতা হয়েছিল রবিনার। শেষমেশ বমি করতে শুরু করে দেন নায়িকা।
advertisement
8/10
advertisement
9/10
সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে তাঁর চর্চিত সম্পর্ক নিয়ে এক সাক্ষাত্কারে বলেছেন রবিনা। তাঁর কথায়, হ্যাঁ, বড় ব্যাপার কি? অনেকেরই সম্পর্ক ভেঙ্গে যায়, সকলে জীবনে এগিয়ে যায়, একে অপরের ভাল বন্ধু হয়ে যায়। নিজেরা বুঝতে পারেন আমরা বন্ধুই ভাল।’’
advertisement
10/10