Bollywood heroine| Paralysis: 'লাল দোপট্টে ওয়ালি'-র নায়িকা আক্রান্ত হন পক্ষাঘাতে, এখন কেমন দেখতে তিনি? রইল ফোটো
- Published by:Pooja Basu
Last Updated:
Happy Birthday Raageshwari Loomba: 'মে খিলাড়ি তু আনাড়ি' ছবিতে তিনি ছিলেন সইফের নায়িকা৷ আজ তাঁর ৪৫ তম জন্মদিন৷ নানা শারীরিক সমস্যা কাটিয়ে এখন তিনি সুস্থ, তবে আর বলিউডে কাজ করেন না তিনি৷
advertisement
1/11

৯০-এর দশকে অনেক অভিনেত্রী ছিলেন, যাঁদের এখন দেখলে প্রায় চেনা যাবে না৷ অনেকে এখন আর সক্রিয়ভাবে অভিনয় জগতের সঙ্গে যুক্তও নেই৷ এমন অভিনেত্রীদের মধ্যে রয়েছেন রাগেশ্বরী লুম্বা৷ তিনি অভিনয়ের পাশাপাশি গানও গাইতেন৷ 'ম্যায় খিলাড়ি তু আনারি'-তে অক্ষয় কুমারের বোন এবং সাইফ আলি খানের নায়িকার ভূমিকায় অভিনয় করা রাগেশ্বরীর আজ ৪৫তম জন্মদিন উদযাপন করছেন।
advertisement
2/11
রাগেশ্বরী লুম্বা 'আঁখে', 'দিল আ গায়া', 'জিদ্দ', 'ম্যায় খিলাড়ি তু আনারি', 'দিল কিতনা নাদান হ্যায়', 'তুম জিও হাজার সাল'-এর মতো ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও তিনি অনেক টিভি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন।
advertisement
3/11
সেই সময় রাগেশ্বরী খুবই জনপ্রিয় ছিলেন৷ ছিপছিপে সুন্দরী রাগেশ্বরীর ছিল তারুণ্যের প্রতীক৷ কেরিয়ারের শিখরে ছিলেন রাগেশ্বরী৷ কিন্তু ভাগ্য যেন অন্য কিছুই লিখে রেখেছিল তাঁর জন্য৷
advertisement
4/11
রাগেশ্বরী সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়৷ এবং এখনকার ছবিও শেয়ার করেন ভক্তদের সঙ্গে৷
advertisement
5/11
১৯৯৩ সালে ছবি 'আঁখেন' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি৷ ২০০০ সালে পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালিসিসে আক্রান্ত হন অভিনেত্রী৷
advertisement
6/11
সেই সময় এক কোল্ড ড্রিঙ্ক সংস্থার সঙ্গে বিজ্ঞাপনের চুক্তি হয়েছিল নায়িকার৷ এই চুক্তিতে, তাঁকে সারা দেশে কনসার্ট করতে হয়েছিল।
advertisement
7/11
এদিকে, ২০০০ সালে, রাগেশ্বরী এবং তার বাবা একসাথে একটি অ্যালবাম চালু করেছিলেন। রাগেশ্বরী যখন একই অ্যালবামের 'ইক্কি চিক্কি' গানের ভিডিও শুটিং করছিলেন, তখন তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হন।
advertisement
8/11
কনসার্টের মাত্র এক সপ্তাহ পরে, রাগেশ্বরী Bell's Palsy রোগে আক্রান্ত হন। এই সময়ই তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন।
advertisement
9/11
এই অসুখটি এতটাই বেদনাদায়ক ছিল যে তার শরীরের ইলেক্ট্রিক সিমুলেশন এবং যোগব্যায়ামের উপর তার মনোযোগ করেন৷ যার কারণে তিনি এই রোগ থেকে দ্রুত সুস্থ হয়েছিলেন।
advertisement
10/11
২৭ জানুয়ারি ২০১৪এ, তিনি লন্ডনের মানবাধিকার আইনজীবী সুধাংশু স্বরূপকে বিয়ে করেন। তার বিয়েতে বলিউড থেকে জুহি চাওলা, সুস্মিতা সেন, পূজা বেদি, রাজু হিরানি, কৃষিকা লুল্লা, পুনিত ইসারসহ অনেক সেলিব্রিটি এসেছিলেন।
advertisement
11/11
বিয়ের পর নিজেই লন্ডনে চলে গিয়েছেন রাগেশ্বরী। তাঁদের এক কন্যা রয়েছে, যার জন্ম ১১ফেব্রুয়ারি ২০১৬এ।