TRENDING:

Bollywood Actress: হৃতিকের সঙ্গে ব‍্যাকগ্রাউন্ডে যে তরুণী নাচছেন চিনতে পারছেন তাঁকে? এখন নামী নায়িকা, এক সুপারস্টারের নজরে আসতেই ঘুরে যায় ভাগ‍্যের চাকা

Last Updated:
Bollywood Actress: ব‍্যাকগ্রাউন্স ডান্সার হিসেবে তিনি একসময় খ‍্যাতনামা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে পা মিলিয়েছেন গানের তালে। বহু ছবিতে একাধিক গানে তাঁকে নায়ক বা নায়িকার পেছনে নাচতে দেখা গিয়েছে।
advertisement
1/9
হৃতিকের সঙ্গে ব‍্যাকগ্রাউন্ডে যিনি নাচছেন চিনতে পারছেন তাঁকে? এখন নামী নায়িকা
বহু তারকাই নিজের কেরিয়ারের শুরুতে অনেক ছোট ছোট কাজ করেছেন। এই অভিনেত্রীও কেরিয়ার শুরু করেছিলেন ব‍্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে।
advertisement
2/9
ব‍্যাকগ্রাউন্স ডান্সার হিসেবে তিনি খ‍্যাতনামা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে পা মিলিয়েছেন গানের তালে। বহু ছবিতে একাধিক গানে তাঁকে নায়ক বা নায়িকার পেছনে নাচতে দেখা গিয়েছে।
advertisement
3/9
ব‍্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করার করতেই তাঁর প্রতিভা চোখে পড়ে যায় বলিউডের এক সুপারস্টারের। রূপকথার মতো বদলে যায় জীবন।
advertisement
4/9
হৃতিক রোশন, সলমন খান, মাধবনের মতো তাবড় তাবড় নায়কদের পেছনে নাচতে দেখা গিয়েছে নায়িকাকে। হৃতিক রোশনের সঙ্গে বিখ‍্যাত গান ‘আপ মুঝে আচ্ছে লগনে লগে’ গানে নায়কের পাশে নাচতে দেখা গিয়েছে নায়িকাকে।
advertisement
5/9
সলমনের সঙ্গেও ‘তেরে নাম’ ছবির একটি গানে নেচেছিলেন অভিনেত্রী। এভাবেই সলমনের নজরে আসেন তিনি। নিজের ছবিতে কাজ করার সুযোগ করে দেন সলমন।
advertisement
6/9
শুধু তাই নয়, নায়িকা সুপারস্টারের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়ে যান। এই অভিনেত্রী হলেন ডেজি শাহ। সলমনের বিপরীতে ‘জয় হো’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় নায়িকার।
advertisement
7/9
সলমনের হাত ধরে বলিউডে যাত্রা শুরু হয় ডেজির। জয় হো-এর পর রেস ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি অর্থাৎ রেস ৩-এ দেখা গিয়েছিল ডেজি শাহকে।
advertisement
8/9
এই ছবিতে সলমান খানের বোনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে বলিউডে নায়িকা হিসেবে খুব বেশি খ‍্যাতি পাননি ডেজি।
advertisement
9/9
শুরুটা ভাল হলেও বেশ কয়েকটি ফ্লপের পর কিছুটা ঝিমিয়ে যায় তাঁর জনপ্রিয়তা। যদিও ডেজি কেবল হিন্দি নয়, বেশ কিছু দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actress: হৃতিকের সঙ্গে ব‍্যাকগ্রাউন্ডে যে তরুণী নাচছেন চিনতে পারছেন তাঁকে? এখন নামী নায়িকা, এক সুপারস্টারের নজরে আসতেই ঘুরে যায় ভাগ‍্যের চাকা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল