Nora Fatehi: পোশাকে ফুটে উঠেছে নোরার শরীরী বিভঙ্গ! চেহারার ভাঁজ দেখে নেটিজেন বলছেন, বলিউডের 'কিম কার্দাশিয়ান'
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
সম্প্রতি একটি বেজ রঙের একটি বডিকন পোশাকে রীতিমতো পারদ চড়ালেন নোরা।
advertisement
1/7

বলিউডের বর্তমান হার্টথ্রব অভিনেত্রী নোরা ফাতেহি। শরীরী হিল্লোলে দিলবর গানে ঝড় তুলেছিলেন তিনি। তবে শুধু ছবির পর্দা নয়। কোনও ইভেন্ট থেকে জিম, সর্বত্রই লাস্যে ভক্তদের কূপোকাত করছেন নোরা।
advertisement
2/7
সম্প্রতি একটি বেজ রঙের একটি বডিকন পোশাকে রীতিমতো পারদ চড়ালেন নোরা। সেই পোশাক যেন অভিনেত্রীর গায়ের সঙ্গে মিশে গিয়েছে।
advertisement
3/7
সেই পোশাকে নোরার ছবি দেখে নেটিজেনরা দাবি করলেন, অভিনেত্রী দিন দিন বলিউডের কিম কার্দাশিয়ান হয়ে উঠেছেন।
advertisement
4/7
নোরার শরীরী বিভঙ্গ সেই পোশাকে স্পষ্ট ফুটে ওঠে। এছাড়াও নোরা একজন ভালো নৃত্যশিল্পী। তিনি নাচলে ডান্স ফ্লোরে আগুন ধরে।
advertisement
5/7
দিলবার ছাড়াও সাকি সাকি, কমরিয়া ইত্যাদি গানে নেচেছেন নোরা। প্রতিটি গানই হিট।
advertisement
6/7
নোরা বিগবসের মাধ্যমে বলিউডে পা রাখেন। এখন তিনি বলিউডে পাকাপাকি জায়গা করে ফেলেছেন।
advertisement
7/7
স্ট্রিট ডান্সার ছবিতে বিশেষ নজর কেড়েছিলেন নোরা। আগামীতে অভিষেক দুধাইয়ার ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। ১৯৭১ সালের ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ ও সোনাক্ষী সিনহাও।