TRENDING:

Bollywood Actress Life Story: কেরিয়ারে সাফল্যের চূড়োয়! তবুও 'ব্যর্থ' এই অভিনেত্রীরা! রেখা থেকে হেলেন নায়িকাদের যন্ত্রণার অজানা আখ্যান চোখে জল আনে...

Last Updated:
Bollywood Actress Life Story: লাইমলাইটে জোরালো আলোয় থাকা নায়িকারাও স্বপ্ন দেখেন সংসার ও সন্তানের। আজ আমরা সেইসব বলিউড অভিনেত্রীদের সম্পর্কে বলতে চলেছি তাঁরা একদিকে যেমন চূড়ান্ত সাফল্য অর্জন করেছেন, কিন্তু জীবনে একটি জায়গায় ব্যর্থ তাঁরাই।
advertisement
1/6
কেরিয়ারে সাফল্যের চূড়োয়! তবুও 'ব্যর্থ' এই অভিনেত্রীরা! রেখা থেকে হেলেন...
কথায় বলে মা হওয়া কি মুখের কথা? একথা সত্যি অনেকসময় সন্তানের মুখ দেখতে মরিয়া হয়ে যান মায়েরা। কোনও চেষ্টার কসুর করেন না তাঁরা। অভিনেত্রীরাও কিন্তু এর ব্যতিক্রম নন। লাইমলাইটে জোরালো আলোয় থাকা নায়িকারাও স্বপ্ন দেখেন সংসার ও সন্তানের। আজ আমরা সেইসব বলিউড অভিনেত্রীদের সম্পর্কে বলতে চলেছি তাঁরা একদিকে যেমন ক্যারিয়ারে চূড়ান্ত সাফল্য অর্জন করেছেন, কিন্তু জীবনে একটি জায়গায় ব্যর্থ তাঁরাই। কোনওদিন নিজের সন্তানের মা হতে পারেননি এঁরা।
advertisement
2/6
অভিনেত্রী রেখা যেন আরব সাগর তীরের এক মিথ। নিজের অভিনয় এবং সৌন্দর্যের জাদু ছড়িয়েছিলেন আসমুদ্রহিমাচল। ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন এই সুন্দরী অভিনেত্রী। কিন্তু বিয়ের এক বছর পরই অভিনেত্রীর স্বামী আত্মহত্যা করেন। এরপর রেখা আর বিয়ে করেননি। স্বামী মারা যাওয়ার পর থেকে রেখা একাই থাকেন।
advertisement
3/6
শাবানা আজমি জাভেদ আখতারের দ্বিতীয় স্ত্রী। এই দম্পতির কোনও সন্তান নেই। তবে জাভেদ আখতারের প্রথম বিয়ে থেকে দুটি সন্তান রয়েছে। শাবানা আজমি জাভেদ আখতারের সন্তানদের (ফারহান আখতার এবং জোয়া আখতার) স্নেহ-ভালোবাসায় ভরিয়ে রাখেন। যদিও তিনি নিজে সন্তানের জন্ম দেননি। সতীনের সন্তাদেরই বুকে আগলে রেখেছেন বরাবর।
advertisement
4/6
সায়রা বানু তার থেকে ২২ বছরের বড় দিলীপ কুমারকে বিয়ে করেছিলেন। দিলীপ কুমার ও সায়রা বানুর কোনও সন্তান নেই। গণমাধ্যমের খবর অনুযায়ী, চিকিৎসা জটিলতার কারণে কখনই মা হতে পারেননি এই অভিনেত্রী।
advertisement
5/6
অভিনেত্রী ও নৃত্যশিল্পী হেলেন লেখক সেলিম খানের দ্বিতীয় স্ত্রী। এই দম্পতিরও কোনও সন্তান নেই। সেলিম খানের প্রথম বিয়ে থেকে ৪ সন্তান রয়েছে। হেলেন ও সেলিম খানের সন্তান না হওয়াতে একটি কন্যা দত্তক নিয়েছিলেন তাঁরা।
advertisement
6/6
টিভি অভিনেত্রী কাশ্মীরা শাহও স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে পারেননি। সূত্রের খবর, একটা সময় এই অভিনেত্রী টানা ১৪ বার গর্ভধারণের চেষ্টা করেছিলেন। কিন্তু বারবারই তিনি ব্যর্থ হন। তবে সারোগেসির সাহায্যে আজ দুই সন্তানের মা কাশ্মীরা শাহ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actress Life Story: কেরিয়ারে সাফল্যের চূড়োয়! তবুও 'ব্যর্থ' এই অভিনেত্রীরা! রেখা থেকে হেলেন নায়িকাদের যন্ত্রণার অজানা আখ্যান চোখে জল আনে...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল