Karisma Kapoor ex husband Sunjay Kapur Last Rite: এটাই শেষ দেখা...! বন্ধুর শয্যাসঙ্গিনী, নিলামে তোলা সেই স্ত্রী ছুটে গেলেন দিল্লিতে, শেষবারের মতো সঞ্জয়কে 'অলবিদা' করিশ্মার
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Karisma Kapoor ex husband Sunjay Kapur Last Rite: অবশেষে দেশে ফিরেছে করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা ব্যবসায়ী সঞ্জয়ের দেহ৷ শেষবারের মতো প্রাক্তন স্বামীকে দেখতে দিল্লিতে ছুটে এসেছেন অভিনেত্রী৷ দিল্লিতে পরিবারের উপস্থিতিতে বৃহস্পতিবারই বিকেল পাঁচটা নাগাদ লোধি রোডের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে সঞ্জয়ের৷
advertisement
1/10

অবশেষে দেশে ফিরেছে করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা ব্যবসায়ী সঞ্জয়ের দেহ৷ গত ১২ জুন লন্ডনে আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়েন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী এবং ব্যবসায়ী সঞ্জয় কাপুর বৃহস্পতিবার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৩ বছর।
advertisement
2/10
বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী এবং শিল্পপতি সঞ্জয় কাপুর পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুর পর থেকেই এদেশে শেষকৃত্য নিয়ে বহু টানাপোড়েন চলে৷
advertisement
3/10
নাগরিকত্ব থাকার ফলে আইনি জটিলতার কারণে সঞ্জয়ের দেহ দিল্লিতে আনতে বেশ নানা সমস্যায় পড়তে হয়েছিল পরিবার৷ যার কারণে দীর্ঘ ৬ দিন পিছিয়ে গিয়েছে শেষকৃত্য৷
advertisement
4/10
অবশেষে সমস্যার সমাধানে দেশে ফিরছে সঞ্জয়ের মরদেহ৷ দিল্লিতে পরিবারের উপস্থিতিতে বৃহস্পতিবারই বিকেল পাঁচটা নাগাদ লোধি রোডের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে সঞ্জয়ের৷
advertisement
5/10
প্রাক্তন স্বামী এবং শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর এই প্রথমবার প্রকাশ্যে এলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর৷ বৃহস্পতিবার দুই সন্তানকে সঙ্গে নিয়ে মুম্বই বিমানবন্দরে সাদা পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রী৷ শেষবারের মতো প্রাক্তন স্বামীকে দেখতে দিল্লিতে ছুটে এসেছেন অভিনেত্রী৷
advertisement
6/10
আগামী ২২ জুন দিল্লির একটি পাঁচতারা হোটেলে সঞ্জয়ের স্মৃতিতে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে সঞ্জয়ের মায়ের নাম রয়েছে । এছাড়াও তাঁর বর্তমান স্ত্রী প্রিয়া ও সঞ্জয়ের সন্তানদের নামও রয়েছে।
advertisement
7/10
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সঞ্জয়ের ময়নাতদন্তের রিপোর্ট এখনও পরিবারের হাতে এসে পৌঁছায়নি। সঞ্জয়ের দেহ দেশে ফেরার পরও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই সঞ্জয়ের শেষকৃত্য সম্পন্ন হবে।
advertisement
8/10
মিডিয়া রিপোর্ট অনুসারে, এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যখন তিনি দুর্ঘটনাক্রমে একটি মৌমাছি গিলে ফেলেন, যার ফলে তিনি মারাত্মক কামড় খেয়েছিলেন এবং পরে শ্বাসরোধ হয়ে মারা যান।
advertisement
9/10
তিনি ২০০৩ সালে করিশ্মা কাপুরকে বিয়ে করেন এবং তাদের দুটি সন্তান রয়েছে - সামাইরা এবং কিয়ান। করিশ্মা এবং সঞ্জয় ২০১৪ সালে আলাদা হয়ে যান এবং ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয়, তারপর থেকে করিশ্মা একাই তার সন্তানদের বড় করছেন।
advertisement
10/10
করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর, সঞ্জয় কাপুর মডেল প্রিয়া সচদেবের প্রেমে পড়েন। নিউ ইয়র্কে তাদের দেখা হয় এবং পাঁচ বছর প্রেমের পর দিল্লিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে হয়। তাদের আজারিয়াস কাপুর নামে একটি ছেলে রয়েছে। প্রিয়ার প্রথম বিবাহ থেকে একটি মেয়েও রয়েছে।