TRENDING:

Bollywood Actor: অক্ষয়, অজয়ের সঙ্গে সুপারহিট সিনেমায় অভিনয়! অভিনেতা এখন ওয়াচম‍্যান, বাসের টিকিট কেনারও টাকা নেই? কে এই অভিনেতা জানেন

Last Updated:
Bollywood Actor: এক সময় যাঁকে পর্দায় দেখতে হলে টিকিট কেটে যেত লোকজন, এখন তাঁর কাছেই সিনেমার টিকিট কাটার টাকাও নেই। কোনওরকমে করছেন দিনগুজরান।
advertisement
1/11
অক্ষয়, অজয়ের সঙ্গে সুপারহিট সিনেমায় অভিনয়! অভিনেতা এখন ওয়াচম‍্যান, চিনতে পারছেন?
রুপোলি পর্দার জগতকে বলা হয় মায়ানগরী। মায়ানগরীর এই জগতে প্রবেশ করা খুব কঠিন। ফিল্মে একটা সুযোগ পাওয়ার অপেক্ষায় স্বপ্ন বুনে চলে প্রচুর যুবক যুবতী। শূন‍্য থেকে শুরু করে রাতারাতি তারকা হয়েছেন, এমন উদাহরণও প্রচুর। কিন্তু নিয়নআলোর এই আকাশ থেকে অকালে খসে গিয়েছে প্রচুর তারাও। ফিল্মের পর্দায় সুযোগ পেয়েও হারিয়ে গিয়েছেন প্রচুর অভিনেতা অভিনেত্রী।
advertisement
2/11
অক্ষয়, অজয়ের সঙ্গে সুপারহিট সিনেমায় অভিনয়! অভিনেতা এখন ওয়াচম‍্যান, চিনতে পারছেন?
সেই তালিকায় রয়েছেন এই অভিনেতাও। মডেল হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন চণ্ডীগড়ে। সেখান থেকে মুম্বই। অভিনয়ের প্রতি আগ্রহ থেকে শুরু করেন অভিনয়ের চেষ্টা। প্রতিভা ছিল। পেয়ে যান সুযোগ। বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন।
advertisement
3/11
তালিকায় রয়েছেন অক্ষয় কুমার থেকে অজয় দেবগণ। পরিচালক অনুরাগ কাশ‍্যপ তাঁর অভিনয় প্রতিভা দেখে তাঁর ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেন। তবু সফলতা ধরে রাখতে পারলেন না। তাসের ঘরের মতো ভেঙে পড়ল সাফল‍্যের ইমারত।
advertisement
4/11
শুনে অবাক লাগলেও বর্তমানে তিনি ওয়াচম‍্যানের কাজ করেন। এক সময় যাঁকে পর্দায় দেখতে হলে টিকিট কেটে যেত লোকজন, এখন তাঁর কাছেই সিনেমার টিকিট কাটার টাকাও নেই। কোনওরকমে করছেন দিনগুজরান।
advertisement
5/11
প্রাক্তন অভিনেতার জীবনের কাছে হার মেনেছে সিনেমার গল্পও। তিনি হলেন অভিনেতা স‍্যাভি সিধু। লখনউয়ের বাসিন্দা সিধু মডেলিংয়ে যুক্ত হওয়ার ইচ্ছা নিয়ে চণ্ডীগড়ে চলে যান। পরে লখনৌতে ফিরে এসে তিনি আইন নিয়ে পড়েছিলেন। পড়াশোনা করার সময়, তার অভিনয় দক্ষতা উন্নত করতে তিনি নাট্য বিভাগে যোগ দেন। অভিনয়ের প্রতি আগ্রহের কারণে, তিনি শেষ পর্যন্ত মুম্বাইয়ের ট্রেনে উঠেন
advertisement
6/11
১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাকাত’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেতা হিসেবে পরিচিত হন স‍্যাভি সিধু। তার অভিনয় দেখে মুগ্ধ পরিচালক অনুরাগ কাশ্যপ তার ‘পাঁচ’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই সিনেমাটি মুক্তি পায়নি। তবে, স‍্যাভি সিধুর প্রতিভা অনুরাগ কাশ্যপ ভুলে যাননি
advertisement
7/11
পরে ‘ব্ল্যাক ফ্রাইডে’ (২০০৭) সিনেমায়, কমিশনার এ.এস. ‘গুলাল’ (২০০৯) সিনেমায় সামরা এবং দিলীপের বড় ভাই হিসেবে অভিনয় করেন। এগুলো সবই খুব গুরুত্বপূর্ণ চরিত্র। অনুরাগ কাশ্যপের সিনেমাগুলোর পাশাপাশি, স‍্যাভি সিধু জনপ্রিয় সিনেমাগুলোতেও অভিনয় করেছেন। অক্ষয় কুমার পাটিয়ালা হাউস (২০১১), ডি-ডে (২০১৩), নৌটংকি শালার মতো আরও একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন স‍্যাভি সিধু।
advertisement
8/11
হিন্দির পাশাপাশি দক্ষিণী ছবিতেও দেখা গিয়েছে সিধুকে। অভিনেতা অজিতের সঙ্গে ‘আরামবাম’ ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু সিধুর সময় বদল যায় ‘বেওকুফিয়াঁ’ ছবির পর থেকে। এই ছবির পর থেকে ধীরে ধীরে তার কাছে কমতে থাকে অফারের সংখ‍্যা। বড় বড় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেও, তার পাওয়া চরিত্রগুলো খুবই ছোট ছিল। একজন অভিনেতা হিসেবে স্বীকৃতি পেলেও, তিনি আর্থিকভাবে নিজেকে স্থিতিশীল করতে পারেননি তিনি।
advertisement
9/11
শেষমেশ ২০১৯ সালে, তিনি লোখান্ডওয়ালায় একটি আবাসিক ভবনে ওয়াচম্যান হিসেবে কাজ করছিলেন। তিনি তার এই দুরবস্থার কারণগুলো উল্লেখ করে বলেন যে, অল্প সময়ের মধ্যে তিনি তার স্ত্রী, বাবা-মা এবং শ্বশুর-শাশুড়িকে হারিয়েছেন এবং জীবনে একাকী হয়ে পড়েছেন বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
advertisement
10/11
ব্যক্তিগত দুঃখ এবং আর্থিক সমস্যার কারণে সম্পূর্ণভাবে ভেঙে পড়া স‍্যাভি সিধু, বাধ্য হয়ে ওয়াচম্যানের কাজে যোগ দেন। তিনি তার প্রয়োজনীয়তাগুলো পূরণের জন্য এই কাজ করছেন। একদিনে ১২ ঘণ্টা কাজ করার পরও, তার পাওয়া বেতন তার মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য যথেষ্ট ছিল না বলে তিনি উল্লেখ করেছেন।
advertisement
11/11
একসময় অভিনেতা ছিলেন, এখন তার কাছে বাসের টিকিট কেনার জন্যও টাকা নেই এবং থিয়েটারে গিয়ে সিনেমা দেখে কতদিন হয়েছে তা তার মনে নেই বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন। সিনেমায় সফল হওয়ার স্বপ্ন নিয়ে আসা ব্যক্তি আজকে ওয়াচম্যান হিসেবে কাজ করছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actor: অক্ষয়, অজয়ের সঙ্গে সুপারহিট সিনেমায় অভিনয়! অভিনেতা এখন ওয়াচম‍্যান, বাসের টিকিট কেনারও টাকা নেই? কে এই অভিনেতা জানেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল