TRENDING:

Kartik Aaryan in Kolkata : মঙ্গলবার সকালে হাওড়া ব্রিজে কার্তিক! ‘রুহ্‌ বাবা’ লুকে ছবি শেয়ার করলেন অভিনেতা

Last Updated:
Kartik Aaryan in Kolkata : ‘ভুলভুলাইয়া ৩’-এর শ্যুটিংয়ের জন্য সোমবার সন্ধ্যায় কলকাতায় পা রেখেছিলেন কার্তিক আরিয়ান। আর মঙ্গলবার সকালে হাওড়া ব্রিজে 'রুহু বাবা'র লুকে ধরা দিলেন বলি তারকা। সেই ছবি অভিনেতা তাঁর ইন্সট্রাগ্রামে আজ অর্থাৎ বুধবার শেয়ারও করে নেন।
advertisement
1/5
মঙ্গলবার সকালে হাওড়া ব্রিজে কার্তিক! ‘রুহ্‌ বাবা’ লুকে ছবি শেয়ার করলেন অভিনেতা
‘ভুলভুলাইয়া ৩’-এর শ্যুটিংয়ের জন্য সোমবার সন্ধ্যায় কলকাতায় পা রেখেছিলেন কার্তিক আরিয়ান। আর মঙ্গলবার সকালে হাওড়া ব্রিজে 'রুহু বাবা'র লুকে ধরা দিলেন বলি তারকা।
advertisement
2/5
ভোর ভোরই কার্তিক-সহ ‘ভুলভুলাইয়া ৩’-এর টিম হাজির হয়েছিল হাওড়া ব্রিজে। প্রতিদিনের মতোই একটু একটু করে বাড়ছিল নিত্যযাত্রী ও যানবাহনের ভিড়।
advertisement
3/5
তার মধ্যেই কার্তিক ‘রুহ্‌ বাবা’ অবতারে সারলেন শ্যুটিং। সেই ছবি অভিনেতা তাঁর ইন্সট্রাগ্রামে আজ অর্থাৎ বুধবার শেয়ারও করে নেন।
advertisement
4/5
‘ভুলভুলাইয়া ২’তে তাঁকে যেভাবে দেখা গিয়েছিল একেবারে সেই সাজেই দেখা গিয়েছিল অভিনেতাকে। মাথায় কালো বান্ডানা, পরনে কালো আলখাল্লা ও রুদ্রাক্ষের মালা, চোখে রোদচশমা। সকালের হাওড়া ব্রিজে মোটরবাইকে চালকের আসনে কার্তিক।
advertisement
5/5
তবে শুধু কাজই নয় পাশাপাশি পার্ক স্ট্রীটের এক নামী রেস্তোরাঁয় জমিয়ে খাওয়া-দাওয়াও করেছেন অভিনেতা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kartik Aaryan in Kolkata : মঙ্গলবার সকালে হাওড়া ব্রিজে কার্তিক! ‘রুহ্‌ বাবা’ লুকে ছবি শেয়ার করলেন অভিনেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল