TRENDING:

Birthday Girl Divya Bharti: দিব্যা ভারতীর জন্মদিনে ফিরে দেখা তাঁর ৫ সেরা ছবি

Last Updated:
ওই ছবির 'সাত সমুন্দর পার' গানটি আজও সমান জনপ্রিয়। ওই বছরই ডেভিড ধাওয়ানের 'শোনা অওর শবনাম' ছবিতেও অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন অভিনেত্রী।
advertisement
1/5
Birthday Girl Divya Bharti: দিব্যা ভারতীর জন্মদিনে ফিরে দেখা তাঁর ৫ সেরা ছবি
৯০-এর দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সুন্দরী অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন দিব্যা ভারতী। ১৯৭৪ সালের ২৫ ফেব্রুয়ারি জন্মেছিলেন দিব্যা। বেঁচে থাকলে আজ, বৃহস্পতিবার তাঁর ৪৭ বছর বয়স হত। খুব কম সময়েই বলিউডের রানি হয়ে গিয়েছিলেন তিনি। করেছিলেন পরের পর ২০ টি ছবিতে দুর্দান্ত অভিনয়। একেবারে কিশোরী বয়সে ১৯৯০ সালে ভেঙ্কটেশের বিপরীতে তেলেগু ছবি ববিলি রাজু দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। শুরুতেই হিট দিয়েছিলেন দিব্যা।
advertisement
2/5
১৯৯২ সালে রাজীব রাইয়ের ছবি 'বিশ্বাত্মা'-তে অভিনয় করে বলিউডে স্টার হয়েছিলেন তিনি। বিপরীতে দেখা গিয়েছিল সানি দেওলকে। ওই ছবির 'সাত সমুন্দর পার' গানটি আজও সমান জনপ্রিয়। ওই বছরই ডেভিড ধাওয়ানের 'শোনা অওর শবনাম' ছবিতেও অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন অভিনেত্রী।
advertisement
3/5
১৯৯২ সালের অন্যতম হিট ছবি 'দিওয়ানা'-তেও দিব্যাকেই দেখা গিয়েছিল নায়িকা হিসেবে। ছবিতে অভিনয় করেছিলেন ঋষি কাপুর ও শাহরুখ খানও। ফিল্মফেয়ারে নবাগতা হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন তিনি। একেবারে ছকভাঙা অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন দিব্যা।
advertisement
4/5
১৯৯২ সালে 'দিল কা কেয়া কসুর' ছবিতে কাজ করেছিলেন দিব্যা। পৃথ্বীর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তাঁর চরিত্র শালিনী সেই সময় দর্শকের মনে দারুণ দাগ কেটেছিল। এছাড়াও 'রং' ছবিতে দারুণ অভিনয় করেছিলেন নায়িকা। ওই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন আয়েশা জুলকা, জিতেন্দ্র, কাদের খান, অমৃতা সিং ও বিন্দু।
advertisement
5/5
১৯৯২ সালের ১০ মে পরিচালক-প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে বিয়ে করেছিলেন দিব্যা। ১৯৯৩ সালের ৫ এপ্রিল ভারসোভায় তাঁদের ৬ তলার অ্যাপার্টমেন্ট থেকে পড়ে যাওয়ার কথা শোনা যায়। সে কারণেই প্রাণ হারান তিনি। যদিও এই মৃত্যু নিয়ে বিতর্ক রয়েছে। মাত্র ১৯ বছরেই শেষ হয়ে যান তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Birthday Girl Divya Bharti: দিব্যা ভারতীর জন্মদিনে ফিরে দেখা তাঁর ৫ সেরা ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল