20 years of 'Dil Se': সর্বকালীন প্রেমকাহিনি 'দিল সে'-র ২০ বছর ! একনজরে ছবির কিছু মুহূর্ত
Last Updated:
advertisement
1/7

'' অ্যায় অজনবি তু ভি কভি আওয়াজ দে কহি সে...'' দেখতে দেখতে ২০টা বছর পার করে ফেলল মণিরত্নম পরিচালিত শাহরুখ-মনীষা-প্রীতি জিন্টার সর্বকালীন প্রেমের ছবি 'দিল সে'! Photo Source: Collected
advertisement
2/7
প্রেমের সমার্থক শব্দ যেন শাহরুখ খান। 'দিল সে'-তে তিনি আরও একবার শিখিয়েছিলেন প্রেমের পাঠ, ২০ বছর পরও যা অমলিন! স্মৃতির কাঁচের ঘরে যে সমান্য ধুলোর আস্তরণ পড়েছে, তাকে ধুয়ে মুছে সাফ করতে একনজরে 'দিল সে'-- Photo Source: Collected
advertisement
3/7
মণিরত্নমের ছবি মানেই মাস্টারপিস! সঙ্গে শাহরুখ খান-মনীষা কৈরালার কাঁপানো, দাপানো অনস্ক্রিন কেমিস্ট্রি ! মণিরত্নমের ছবি যেন ক্যানভাসে আঁকা শিল্পীর মনের মাধুর্য মেশা কোনও ছবি ! অনুঘোটকের কাজ করেছিল আসাম, লদাক, কেরালা, দিল্লি-র পিকচার পারফেক্ট লোকেশন ! Photo Source: Collected
advertisement
4/7
শাহরুখ খান-মনীষা কৈরালা তো ছিলেনই ! বাড়তি পাওনা প্রীতি জিন্টা। প্রীতির সেটাই প্রথম বড় পর্দায় হাতেখড়ি ! কেরলের ব্যাকওয়াটারে 'জিয়া জ্বলে'-তে লাস্যময়ি প্রীতিকে দর্শক আজও ভোলেননি! Photo Source: Collected
advertisement
5/7
'দিল সে' শুধুই প্রেমের গল্প নয়, থ্রিলারও বটে। চিত্রনাট্যের প্রতিটা বাঁকে নয়া চমক। তবে সব কিছুকে ছাঁপিয়ে যায় শাহরুখ-এর উজার করা প্রেম। 'দিল সে'-র অমরকান্ত ভর্মা প্রতি মুহূর্তে দর্শককে শিখিয়েছেন-- ভালবাসা কোনো দাঁড়িপাল্লায় ওজন করা 'গিভ অ্যান্ড টেক' বস্তু নয়। কাউকে ভালবাসলে তাকে নিজের সবটুকু দেওয়া যায়। হাসতে হাসতে অনায়াসে দেওয়া যায় প্রাণও! Photo Source: Collected
advertisement
6/7
শাহরুখের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন মনীষা। তেমন সংলাপ ছিল না! কিন্তু অভিব্যক্তি এবং শরীরী ভাষায় তিনি 'মেঘনা'র চরিত্র ফুটিয়ে তুলেছিলেন। Photo Source: Collected
advertisement
7/7
'সতরঙ্গি' থেকে 'অ্যায় অজনবি', 'ছাইয়া ছাইয়া' 'জিয়া জ্বলে'...গুলজার সাহাবের কথা এবং এ আর রহমনের সুরে 'দিল সে'-র এক-একটা গান যেন 'আনকাট' হিরে ! একটি জাতীয় পুরস্কার ও সাতটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল 'দিল সে'! Photo Source: Collected