Bollywood Actress Bad Breathe: কাছে যেতেই ওর মুখ থেকে দুর্গন্ধের দমকা বাতাস... নায়িকার মুখের গন্ধ নিয়ে বিস্ফোরক ববি, যা করলেন... ভয়ানক!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Bollywood Actress Bad Breathe: ফিল্মফেয়ারের একটি সাক্ষাৎকারে ববি তাঁর জনপ্রিয় ছবি নিয়ে একটি মজার গল্প শেয়ার করেছিলেন। একটি রোম্যান্টিক মুহূর্তে অসম্ভব হাস্যকর ঘটনা ঘটেছিল বলে দাবি তাঁর।
advertisement
1/8

১৯৯০-এর দশক। ববি দেওলের সিনেমা রমরমিয়ে চলছে। জনপ্রিয়তা তুঙ্গে। বলিউডের প্রথম সারির নায়কদের মধ্যে অন্যতম একজন। ‘গুপ্ত’ এবং ‘সোলজার’-এর মতো ছবিমুক্তির পর তাঁকে আর কে আটকায়!
advertisement
2/8
ফিল্মফেয়ারের একটি সাক্ষাৎকারে ববি তাঁর জনপ্রিয় ছবি নিয়ে একটি মজার গল্প শেয়ার করেছিলেন। একটি রোম্যান্টিক মুহূর্তে অসম্ভব হাস্যকর ঘটনা ঘটেছিল বলে দাবি তাঁর।
advertisement
3/8
২০০১ সালের সেই সাক্ষাৎকারে ববি তাঁর নায়িকার সম্পর্কে বলেছিলেন, ‘‘আমাদের সম্পর্ক ভালই ছিল। যদিও খুব একটা বন্ধু ছিলাম না। ছবির একটি গানের দৃশ্যে দু’জনের মুখ কাছাকাছি আনতে হয়েছিল। তারপরে শটের জন্য আমার চিবুক কামড়াতে হয়েছিল তাঁকে।’’
advertisement
4/8
‘‘কিন্তু সে আমার মুখের কাছে মুখ আনতেই দুর্গন্ধের দমকা বাতাস নাকে লাগে। সে ওই দৃশ্যের আগে কাঁচা পেঁয়াজ ভর্তি ছোলা মাখা খেয়েছিল। কীভাবে যে ওই দৃশ্যে অভিনয় করেছিলাম তা আমিই জানি। তখন আমার মাথায় কেবল রোম্যান্সই ছিল।’’
advertisement
5/8
এবার ববি তাঁর নায়িকার উপর বদলা নেওয়ার জন্য একটি বড় পরিকল্পনা করেন। সেই ছবিতে নায়িকার ভাইয়ের ভূমিকায় অভিনয় করছিলেন এক নবাগত অভিনেতা। ববি এবং ছবির অ্যাকশন মাস্টারের দুষ্টুমি শুরু হয়।
advertisement
6/8
নায়িকার সঙ্গে একটি দৃশ্যের ঠিক আগে তাঁরা নবাগতকে পেঁয়াজ খেতে বাধ্য করেছিলেন যাতে নায়িকাও দুর্গন্ধ পান। ববি বলেন, ‘‘আমরা তাকে বলেছিলাম, অভিনয়ের সময়ে মনোনিবেশ করার জন্য কাঁচা পেঁয়াজ খেলে উপকার দেবে।’’
advertisement
7/8
‘‘দৃশ্যে আমরা তাকে জোরে জোরে নিশ্বাস নিতে বলেছিলাম। যখন সে তার কাছাকাছি আসে, আমরা প্রবল কৌতূহল নিয়ে বসে আছি। কী ঘটবে কী ঘটবে। কিন্তু দেখা গেল, সে কোনও প্রতিক্রিয়াই দিল না। বুঝলাম, আমরা ব্যর্থ।’’
advertisement
8/8
ছবির নাম, ‘গুপ্ত’ ছবিতে। ছবির গানের যে দৃশ্যে শ্যুটিং হচ্ছিল, সেটি হল ‘বেচানিয়াঁ’। আর সেই নায়িকার নাম মণীষা কৈরালা। এটা স্পষ্ট যে, বলি নায়িকা অভিনয় করার সময়ে অন্য কোনওকিছুর দিকেই মনকে যেতে দেন না।