TRENDING:

Bobby Deol Love Story: প্রথম দর্শনেই প্রেম! তবে তানিয়াকে রাজি করাতে বহু কাঠখড় পুড়িয়েছিলেন ববি! কিন্তু অভিনেতার প্রথম সম্পর্কের কথা জানেন কি?

Last Updated:
Bobby Deol Love Story: মনের মানুষের সঙ্গে প্রেম, বিয়ে এবং সংসার! আজ শুনে নেওয়া যাক, ববি দেওলের প্রেমের গল্প।
advertisement
1/5
প্রথম দর্শনেই প্রেম! তবে তানিয়াকে রাজি করাতে বহু কাঠখড় পুড়িয়েছিলেন ববি!
রুপোলি পর্দার দুনিয়ায় পা রেখে বহু উত্থান-পতনের সাক্ষী থেকেছেন ববি দেওল। তথাকথিত স্টার-কিড হয়েও কেরিয়ারে খারাপ সময় দেখতে হয়েছে তাঁকে। ববি অভিনীত প্রথম ছবি ‘বরসাত’ চূড়ান্ত সাফল্যের মুখ দেখেছিল। এমনকী শিরোনামে উঠে এসেছিলেন অভিনেতা। প্রথম ছবি হিট হলেও জীবনে এমন এক সময় এসেছিল, যখন তাঁকে ডিজে-র পেশা বেছে নিতেও হয়েছিল। পেশাগত জীবনে যতই ঝড় আসুক না-কেন, ব্যক্তিগত জীবনে ববি বরাবরই সফল! মনের মানুষের সঙ্গে প্রেম, বিয়ে এবং সংসার! আজ শুনে নেওয়া যাক, ববি দেওলের প্রেমের গল্প।
advertisement
2/5
১৯৬৯ সালের ২৭ জানুয়ারি জন্ম। বলিউডের এক সময়ের সুপারস্টার ধর্মেন্দ্র এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের দ্বিতীয় পুত্র ববি। শিশু শিল্পী হিসেবে ‘ধরম বীর’ ছবিতে অভিনয় করলেও ১৯৯৫ সালে রাজকুমার সন্তোষীর ছবি ‘বরসাত’-এর হাত ধরেই ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন ববি। তাঁর বিপরীতে ছিলেন রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়ার কন্যা টুইঙ্কল খান্না। এই ছবি সুপারহিট হয় এবং সকলের মন জয় করেন ধর্মেন্দ্র-পুত্র। আর এই ছবির সাফল্যের পরেই তাঁর আলাপ হয় মনের মানুষের সঙ্গে। তবে বলে দেওয়া ভাল যে, প্রথমে ববি বেশ কয়েক বছর ডেট করেছিলেন অভিনেত্রী নীলম কোঠারির সঙ্গে। এই প্রেমে বাধা হয়ে দাঁড়ান ধর্মেন্দ্র। আসলে তিনি চাননি, তাঁর ছেলে কোনও অভিনেত্রীকে বিয়ে করুক। ফলে সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছিলেন ববি। এই প্রেম ভাঙার পরে অবশ্য তানিয়া আহুজার মধ্যেই ভালোবাসা খুঁজেছিলেন অভিনেতা। আসা যাক, সেই প্রসঙ্গেই।
advertisement
3/5
‘বরসাত’ ছবির সাফল্যের আনন্দ বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে মুম্বইয়ের একটি হোটেলে পার্টি করতে গিয়েছিলেন ববি। সেখানেই সুন্দরী তানিয়াকে দেখামাত্রই তাঁর প্রেমে পড়ে যান। তানিয়ার সৌন্দর্যে অভিনেতা এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, তাঁর সঙ্গে কথা বলার সুযোগ খুঁজছিলেন। এমনকী, তানিয়ার বিষয়ে জানার জন্য বন্ধুদেরকেও বলেছিলেন ববি। জানতে পারলেন যে, তানিয়া এক ফিনান্স সংস্থার ম্যানেজারের কন্যা। এর পর বহু কষ্টে তানিয়ার ফোন নম্বরও জোগাড় করেন ববি। যদিও তানিয়াকে দেখা করার জন্য রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছিল অভিনেতাকে।
advertisement
4/5
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তানিয়াকে দেখা করতে বলা হলে সেই প্রস্তাব তিনি নাকচ করে দেন। কিন্তু হাল ছাড়ার পাত্র ছিলেন না ববি। অবশেষে অনেক সাধ্য-সাধনার পরে দেখা করতে রাজি হলেন তানিয়া। এর পর আর কী! হামেশাই দেখা করতে থাকেন দু’জনে। ফলে কাছাকাছি আসতে থাকে দু’টি মনও। ধীরে ধীরে অভিনেতা বুঝতে পারেন যে, তানিয়া ছাড়া আর কাউকেই জীবনসঙ্গিনী হিসেবে স্বীকার করা তাঁর পক্ষে সম্ভব নয়!
advertisement
5/5
এর পর যে হোটেলে তাঁদের প্রথম দেখা হয়েছিল, সেই হোটেলে প্রেমিকাকে নিয়ে যান ববি। হাঁটু মুড়ে বসে চিরাচরিত ঢঙে প্রেয়সীকে মনের কথা জানিয়ে দেন। তানিয়াও ফেরাননি ববিকে। ফলে সম্পর্ক এ-বার পরিণতির দিকে এগোয়। ১৯৯৬ সালে চার হাত এক হয়। দুই সন্তান নিয়ে এখন সুখেই সংসার করছেন ববি-তানিয়া।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bobby Deol Love Story: প্রথম দর্শনেই প্রেম! তবে তানিয়াকে রাজি করাতে বহু কাঠখড় পুড়িয়েছিলেন ববি! কিন্তু অভিনেতার প্রথম সম্পর্কের কথা জানেন কি?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল