Salman Khan Ring: নীল রঙের আংটি সলমান খানের আঙুলে! কেন হঠাৎ রত্ন ধারণ করলেন ভাইজান!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Salman Khan- কেন হঠাৎ আংটি পরছেন সলমান! ডিসেম্বরে ৬০ বছরে পা দেবেন সলমান। আর তার আগেই জ্যোতিষের পরামর্শ মেনেই এই আংটি ধারণ করেছেন। ২০২৪ থেকে সময়টা ভাল যাচ্ছে না সলমানের।
advertisement
1/7

বলিউড তারকা সলমন খানের ঝুলিতে একের পর এক দুরন্ত ছবি বা সুপারহিট ছবির সম্ভার রয়েছে ৷ তাঁর গুণমুগ্ধ প্রচুর ভক্ত। লিউডের ভাইজান সলমন খান বহু বিতর্কের কেন্দ্রবিন্দুতেও থাকেন সর্বদা ৷ স্টাইল স্টেটমেন্ট হোক বা ফ্যাশন সেন্স সলমন কিন্তু সবার থেকে হাটকে ৷ জুতো, জামা, বেল্ট থেকে শুরু করে টিশার্ট সমস্ত কিছুতেই সলমন আর পাঁচজনের থেকে বেশ আলাদা ৷
advertisement
2/7

বাঁ হাতে ঘড়ির সঙ্গে সঙ্গে ডান হাতে আকাশি রঙের ব্রেসলেট ৷ রুপোর তৈরি এই ব্লেসলেটটি ছাড়া কখনও থাকেন না সলমান। তাঁর কবজিতে টারকোয়েজ ব্রেসলেট দেখতে অভ্যস্ত ভক্তরা।
advertisement
3/7
সলমানের বাবা সলিম খানের হাতেও এমনই একটি ব্রেসলেট আছে, আগে তিনি এমন ব্রেসলেট পরতেন স্টাইলের জন্য কিন্তু পরবর্তীকালে এটি তাঁর অভ্যাস হয়ে যায় ৷ সেলিম খানই ব্রেসলেট উপহার দেন সলমান খানকে। ব্রেসলেটের আকাশি পাথরকে ফিরোজা বলে।
advertisement
4/7
তবে এবার সলমানের হাতে ব্রেসলেটের পাশাপাশি দেখা গেল একটি আংটি। আর সেই আংটি নিয়েই জল্পনা। কেন হঠাৎ নীলা বা ব্লু স্যাফায়ার-এর আংটি পরতে শুরু করলেন তিনি!
advertisement
5/7
কিন্তু কেন হঠাৎ আংটি পরছেন সলমান! ডিসেম্বরে ৬০ বছরে পা দেবেন সলমান। আর তার আগেই জ্যোতিষের পরামর্শ মেনেই এই আংটি ধারণ করেছেন। ২০২৪ থেকে সময়টা ভাল যাচ্ছে না সলমানের। বন্ধু ও এনসিপি নেতা বাবা সিদ্দিকির খুনের পর সলমানের নিরাপত্তা আরও আঁটোসাটো করা হয়েছে। বিষ্ণোই গ্যাং-এর থেকে বারবার খুনের হুমকি পেয়েছেন তিনি। এমনকী পেশাগত জীবনেও সমস্যা পিছু ছাড়ছে না তাঁর।
advertisement
6/7
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নীলা সাধারণত শনিদেবকে শান্ত করতে ধারণ করা হয়। তা হলে কি বিপদ এড়াতেই এ বার সলমান নীলা ধারণ করলেন? নীলার আংটি অশুভ নজর কাটায়। হঠাৎ আসা বিপদ থেকে রক্ষা করে। কেরিয়ারে সুসময় ফেরাতেও নীলার জুড়ি মেলা ভার।
advertisement
7/7
সলমানের হাতে যে আংটি দেখা যাচ্ছে সেটি চৌকো। চৌকো নীলা কেরিয়ারে উন্নতি ও হারানো জনপ্রিয়তা ফেরাতে ধারণ করা হয়। সলমন এই আংটি পরেছেন মধ্যমায়। অর্থাৎ, তিনি শনিদেবকে শান্ত করতেই এটি ধারণ করেছেন বলা যায়।