TRENDING:

Rudranil Ghosh Viral Video: 'হীরক রাজা' হলেন রুদ্রনীল, আসল লক্ষ্য কিন্তু 'হীরক রানি'! কে সে? তোলপাড় ফেলে দিলেন অভিনেতা

Last Updated:
Rudranil Ghosh: রুদ্রনীলের মতে, বাংলা বর্তমানে হীরক রাজার দেশের মতোই। তাই এমন ভাবনার সূত্রপাত, এমনই উল্লেখ করেছেন অভিনেতা। সিরিজের নাম রেখেছেন ‘হীরক রানি বাই বাই’।
advertisement
1/6
'হীরক রাজা' হলেন রুদ্রনীল, আসল লক্ষ্য 'হীরক রানি'! কে সে? তোলপাড় ফেললেন অভিনেতা
রুদ্রনীল ঘোষ। উচ্চ প্রশংসিত অভিনয়। বিশেষ করে কমেডি ধারায় তাঁর দখল সর্বজনবিদিত। জনপ্রিয় অভিনেতা বাংলা সিনেমায় নাম করার পর বলিউডেও পা রেখেছেন। অজয় দেবগন অভিনীত ‘ময়দান’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
advertisement
2/6
কিন্তু তিনি কেবল এক অভিনেতা নন। রাজনীতিবিদও। রুদ্রনীল বিজেপি নেতা। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে চারদিকে।
advertisement
3/6
ভিডিওটি শেয়ার করে রুদ্রনীল লিখেছেন, ‘যারা বাংলাকে বানিয়েছে হীরক রাজার দেশ, তাদের স্বৈরাচার এ বার হবে শেষ।’ এবং ভিডিওটির শিরোনাম লেখা ‘হীরক রানি বাই বাই’। ভিডিওটি টিজার হিসেবেই প্রকাশ পেয়েছে।
advertisement
4/6
কী দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে? ‘হীরক রাজার ভূমিকা’য় দেখা যাচ্ছে রুদ্রনীলকে। রয়েছে রাজ্যসভা, পারিষদ বর্গ। রাজ্যের শাসকদল তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেই, গেরুয়া শিবিরের হয়ে নির্বাচনী প্রচারে এই নয়া চমক আনতে চলেছেন রুদ্রনীল ঘোষ।
advertisement
5/6
রুদ্রনীলের মতে, বাংলা বর্তমানে হীরক রাজার দেশের মতোই। তাই এমন ভাবনার সূত্রপাত, এমনই উল্লেখ করেছেন অভিনেতা। সিরিজের নাম রেখেছেন ‘হীরক রানি বাই বাই’। শীঘ্রই সম্পূর্ণ ভিডিওটি প্রকাশ পাবে।
advertisement
6/6
সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে ছবিতে উৎপল দত্তের ভূমিকায় এবার রুদ্রনীল ঘোষ। দেখে অবাক হতে হবে, একেবারে হুবহু যেন মিল রয়েছে স্বর্ণযুগের সিনেমার সঙ্গে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rudranil Ghosh Viral Video: 'হীরক রাজা' হলেন রুদ্রনীল, আসল লক্ষ্য কিন্তু 'হীরক রানি'! কে সে? তোলপাড় ফেলে দিলেন অভিনেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল