TRENDING:

Karan Singh Grover: পরকীয়ায় মত্ত স্বামী, সেটে হাতেনাতে ধরেন স্ত্রী, বিপাশার স্বামীর এই ঘটনায় তোলপাড়

Last Updated:
Karan Singh Grover-Bipasha Basu-Jennifer Winget: কিন্তু অতীত তো মুছে যায় না। করণের অতীত তাই বারবার তারকা দম্পতির মাঝে এসে পড়েছে। বিপাশার আগে আরও দু’বার বিয়ে করেছিলেন করণ। কিন্তু টেকেনি। এমনকি তিক্ততায় পরিণত হয়েছে।
advertisement
1/10
পরকীয়ায় মত্ত স্বামী, সেটে হাতেনাতে ধরেন স্ত্রী, বিপাশার স্বামীর এই ঘটনায় তোলপাড়
৭ বছর পেরিয়ে গেল। দু’জনের সংসারে এখন দেবীর আগমন হয়েছে। তাঁদেরই কন্যাসন্তান। বহু বিতর্ককে সঙ্গী করেই তাঁদের পথচলা। বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার।
advertisement
2/10
কিন্তু অতীত তো মুছে যায় না। করণের অতীত তাই বারবার তারকা দম্পতির মাঝে এসে পড়েছে। বিপাশার আগে আরও দু’বার বিয়ে করেছিলেন করণ। কিন্তু টেকেনি। এমনকি তিক্ততায় পরিণত হয়েছে।
advertisement
3/10
প্রথম বিয়ে ২০০৮ সালে। অভিনেত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে। মাত্র ১০ মাস সংসার করার পরেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। সেই সময়ে কোরিওগ্রাফার নিকোল আলভারেজের সঙ্গে করণের পরকীয়ার রিপোর্ট পাওয়া গিয়েছিল।
advertisement
4/10
তার পরে অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের সঙ্গে বিয়ে হয় করণের। ২০১২ সালে করণ ও জেনিফার সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি নেন। ‘কসৌটি জিন্দেগি কে’ এবং ‘দিল মিল গ্যায়ে’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।
advertisement
5/10
প্রথম বিয়েতে পরকীয়ার ঘটনা শোনা যায়। দ্বিতীয় বিয়েতেও পরকীয়ার বিষয়ে জানতে পেরে যান স্ত্রী। একদিন ‘দিল মিল গ্যায়ে’র সেটে সপাটে থাপ্পড় মেরে দেন জেনিফার।
advertisement
6/10
শোনা যায়, প্রাক্তন স্ত্রী শ্রদ্ধা এবং প্রাক্তন প্রেমিকা নিকোলের সঙ্গেই তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল আবার। সেই ঘনিষ্ঠতার কথা জানতে পেরে যান জেনিফার। তখনই এই বিস্ফোরণ!
advertisement
7/10
তার পরেও তাঁদের সম্পর্ক ছিল বহুদিন। কিন্তু এই ঘটনার অনেক দিন পর্যন্ত স্বামীর সঙ্গে কথা বলতেন না জেনিফার। কিন্তু ততদিনে তাঁদের সম্পর্ক কিনারায় পৌঁছেছে। ২০১৪ সালে ডিভোর্স করেন জেনিফার-করণ।
advertisement
8/10
অনেকে বলেন, ততদিনে ‘অ্যালোন’ ছবির শ্যুট শুরু হয়েছিল। বিপাশার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার কারণেই নাকি জেনিফারের সঙ্গে বিচ্ছেদ। যদিও সেই বিষয়ে কোনও নিশ্চিত খবর মেলেনি।
advertisement
9/10
তবে আরও এক রিপোর্ট অনুযায়ী, ‘কবুল হ্যায়’ মেগাতে অভিনয় করার সময়ে প্রযোজক গুল খান এবং সহ-অভিনেত্রী সুরভি জ্যোতির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন করণ
advertisement
10/10
শুধু তা-ই নয়, সম্ভবত সেটে হাতেনাতে সেই পরকীয়া ধরেও ফেলেছিনে জেনিফার। সুরভীর সঙ্গে নাকি আপত্তিকর অবস্থায় দেখতে পান স্বামীকে। একাধিক ঘটনার পরেই করণের সঙ্গে ঘর না করার সিদ্ধান্ত নেন নায়িকা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Karan Singh Grover: পরকীয়ায় মত্ত স্বামী, সেটে হাতেনাতে ধরেন স্ত্রী, বিপাশার স্বামীর এই ঘটনায় তোলপাড়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল