TRENDING:

মাত্র ৪টি গানের জন্য জলের মতো টাকা খরচ করতেও কার্পণ্য করেননি নির্মাতারা, কিন্তু এই ছবিটি মুক্তি পেতেই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে

Last Updated:
advertisement
1/6
মাত্র ৪টি গানের জন্য জলের মতো টাকা খরচ,মুক্তি পেতেই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে
বলে রাখা ভাল যে, ২০২৫ সালের সবথেকে প্রতীক্ষিত ছবি ছিল ‘গেম চেঞ্জার’। তেলুগু ভাষায় তৈরি এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার রামচরণ। আর তাঁর বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণীকে। এই ছবিটি তৈরি করতে জলের মতো টাকা খরচ করেছেন নির্মাতারা। কিন্তু আয়ের নিরিখে দেখতে গেলে বক্স অফিসে ফ্লপ বলে প্রমাণিত হয়েছে এই ছবিটি।
advertisement
2/6
রামচরণের ‘গেম চেঞ্জার’ নিয়ে প্রচুর হইচই তৈরি হয়েছিল। সকলেরই বিশ্বাস ছিল যে, মুক্তির পরে বক্স অফিসে রীতিমতো শোরগোল ফেলে দেবে এই ছবিটি। কিন্তু আদতে তা মুক্তির পরে দেখা যায় চিত্রটা একেবারে উল্টো। হলগুলি এখন মাছি তাড়াচ্ছে। ফলে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি।
advertisement
3/6
‘গেম চেঞ্জার’ ছবিটি পরিচালনা করেছেন শঙ্কর। এই ছবিটিকে সফল করার জন্য কোনও কিছুই বাকি রাখেননি নির্মাতারা। এই ছবির শুধুমাত্র ৪টি গানের জন্যই ৭৫ কোটি টাকা খরচ করতেও পিছপা হননি তাঁরা। আর বলে রাখা ভাল যে, এই পরিমাণ টাকায় ৫টি কম বাজেটের ছবি তৈরি হয়ে যেত পারত।
advertisement
4/6
এই ‘গেম চেঞ্জার’ ছবির বাজেট ছিল ৫০০ কোটি টাকা। কিন্তু ছবি নির্মাণের খরচ এখনও পুনরুদ্ধার করতে পারেননি নির্মাতারা। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘গেম চেঞ্জার’। এমনকী কিছু প্রতিবেদন থেকে এ-ও জানা যাচ্ছে যে, সারা দেশে এই ছবির একাধিক শো বাতিল করা হয়েছে।
advertisement
5/6
ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, গত ১০ জানুয়ারি ২০২৫ তারিখে ৮০০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছিল ‘গেম চেঞ্জার’। কিন্তু ৮ দিন পর মাত্র ১৩৬১টি শো টিকে রয়েছে। আসলে দর্শকদের কাছ থেকে ভাল সাড়া পাওয়া যায়নি। কারণ গল্প এবং চিত্রনাট্যের নিরিখে ব্যর্থ হয়েছে ছবিটি। ট্রেড ওয়েবসাইট Saknilk-এর প্রতিবেদন বলছে যে, রামচরণ এবং কিয়ারা আডবাণীর ছবি ‘গেম চেঞ্জার’ মাত্র ৫১ কোটি টাকায় ভারতে আয়ের খাতা খুলেছিল। কিন্তু দ্বিতীয় দিনে এই ছবির আয়ের পরিমাণ অর্ধেকে নেমে এসেছিল।
advertisement
6/6
বিগত ১০ দিনে ভারতে ১২৫.৩০ কোটি টাকার ব্যবসা করতে সক্ষম হয়েছে এই ছবিটি। বিশ্বব্যাপী এই ছবির কালেকশন মাত্র ১৭৬.৫০ কোটি টাকা। আর উপার্জনের হার দেখেই বোঝা যাচ্ছে যে, ‘গেম চেঞ্জার’ এর খরচ পুনরুদ্ধার করতে পারবে না। ফলে ২০২৫ সালের ফ্লপ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘গেম চেঞ্জার’। প্রসঙ্গত ২০২২ সালের ‘আরআরআর’-এর পর এটাই ছিল রামচরণের প্রথম সোলো রিলিজ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
মাত্র ৪টি গানের জন্য জলের মতো টাকা খরচ করতেও কার্পণ্য করেননি নির্মাতারা, কিন্তু এই ছবিটি মুক্তি পেতেই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল