Bollywood Celebrity Secret Wedding: চুপিচুপি দ্বিতীয় বিয়ে... পরমুহূর্তেই বাবা হয়ে গেলেন তারকা, ৬ বছরের ছেলের পর ১০ বছরের মেয়ে, ফের জোর চর্চায় কমেডিয়ান!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Teesta Barman
Last Updated:
Bollywood Celebrity Secret Wedding: সম্প্রতি জনপ্রিয় এক্স হ্যান্ডল Bigg Boss Tak-এর তরফে মুনাওয়ারের নববধূর বিষয়ে কিছু তথ্য ভাগ করে নেওয়া হয়েছে।
advertisement
1/12

ফের শিরোনামে বিগ বস তারকা। বিতর্কিত ব্যক্তিজীবন আবারও আতসকাচের তলায়। দ্বিতীয় বিয়ের কারণে আরও একবার চর্চা শুরু। চিনতে পারছেন ছবিতে?
advertisement
2/12
মুনাওয়ার ফারুকি। মেহজাবিন কোটওয়ালাকে চুপিসারে বিয়ে করার জন্য ‘বিগ বস ১৭’ বিজয়ীকে নিয়ে চারদিকে ফিসফাস শুরু হয়েছে। এই নিয়ে দ্বিতীয় বার বিয়ে হল মুনাওয়ারের। কেবল তা-ই নয়, দ্বিতীয় বারের জন্য বাবাও হলেন নাকি তিনি?
advertisement
3/12
সম্প্রতি এক্স হ্যান্ডল Bigg Boss Tak-এর তরফে মুনাওয়ারের নববধূর বিষয়ে কিছু তথ্য ভাগ করে নেওয়া হয়েছে। News18 Showsha সেই নিয়েই লিখেছে। আর সেখানেই দাবি করা হয়েছে, এই বিয়ের ফলে ১০ বছর বয়সি এক শিশুকন্যার বাবা হয়ে গিয়েছেন তিনি।
advertisement
4/12
রিপোর্টে দাবি, মেহজাবিনও এর আগে একবার বিবাহিত ছিলেন। সেই বিয়ে থেকে তাঁর এক কন্যাসন্তান রয়েছে। আর মেহজাবিনকে বিয়ে করার ফলে তাঁর কন্যাসন্তানের সৎ বাবা হয়ে গেলেন মুনাওয়ার।
advertisement
5/12
ওই পোস্টের বক্তব্য, মেহজাবিন বিবাহবিচ্ছিন্না। তাঁর এক ১০ বছরের কন্যাসন্তান রয়েছে। আর এটা মুনাওয়ার এবং মেহজাবিন দু’জনেরই দ্বিতীয় বিয়ে।
advertisement
6/12
আবার মুনাওয়ারেরও আগের পক্ষের এক পুত্র সন্তান রয়েছে। যার নাম মাইকেল। যদিও এই পোস্টের দাবি খতিয়ে দেখেনি News18 Showsha।
advertisement
7/12
মুনাওয়ারের প্রথমপক্ষের স্ত্রীর নাম জ্যাসমিন। তাঁদের দু’জনের সন্তানই ৬ বছর বয়সি মাইকেল। পুত্রসন্তানের কথা কঙ্গনা রানাউতের ‘লক আপ’ রিয়্যালিটি শো-তে প্রথমবার বলেছিলেন তিনি। এমনকী গত বছর বিগ বস-র ঘরে মন্নারা চোপড়ার সঙ্গেও ছেলেকে নিয়ে কথা বলেছিলেন তিনি।
advertisement
8/12
মুনাওয়ার বলেছিলেন যে, “গত ২ বছর ধরে আমি একজনের সঙ্গে প্রেম করছি। আর২০১৭ সালে আমার বিয়ে হয়েছিল এবং ২০২০ সালে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম।’’
advertisement
9/12
‘‘গত বছর আমাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। এর মধ্যে জীবনে সেরা জিনিসটা এসেছে। আর সেটা হল আমার ছেলে। ওর বয়স ৫, আমার সঙ্গেই থাকে।”
advertisement
10/12
মুনাওয়ার আরও বলেছিলেন, “আমি জানি যে, ও আমায় দেখছে। ও আমার ভক্ত, এমনকী আমার সমস্ত গানও ওর জানা। আমার সব মিউজিক ভিডিও দেখে। আমি যা যা পোস্ট করি, সেই সব কিছুই দেখে।’’
advertisement
11/12
‘‘আমার প্রাক্তন স্ত্রী যেহেতু বিয়ে করেছেন, তাই ও এখন থেকে আমার সঙ্গেই থাকবে। বিগত ৪-৫ মাসে আমি ওর সঙ্গে এতটাই জড়িয়ে পড়েছি যে, ওর প্রতি এখন আমার সীমাহীন স্নেহ। ও খুবই স্মার্ট।”
advertisement
12/12
প্রসঙ্গত পরিবারের সদস্যদের উপস্থিতিতে রীতিমতো গোপনেই বিয়ে সেরেছেন মুনাওয়ার-মেহজাবিন। বুধবার তাঁদের কেক কাটার প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও এই ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি News18 Showsha।