Bidisha De Majumder in Bridal Looks: কনের সাজে অন্যদের মুগ্ধ করলেও বিদিশার নিজের আর ঘর বাঁধা হল না
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Bidisha De Majumder : কনের সাজে তাঁর লুক দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা, সাবেকিয়ানার সাজে আধুনিকতার যুগলবন্দি ধরা পড়েছে তাঁর সাজে
advertisement
1/20

মাত্র ২১ বছর বয়সেই ফ্রিল্যান্স মডেল হিসেবে নিজের জায়গা তৈরি করেছিলেন বিদিশা দে মজুমদার৷
advertisement
2/20
সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইল জু়ড়ে ছড়িয়ে আছে বিভিন্ন সাজে বিদিশার ছবি
advertisement
3/20
তাঁর মডেলিংয়ের সিংহভাগ জুড়ে আছে ব্রাইডাল মেক আপ ও মেক ওভার
advertisement
4/20
বিভিন্ন স্টুডিও এবং শিল্পীর কাজের মডেল হিসেবে কাজ করতেন বিদিশা
advertisement
5/20
কনের সাজে তাঁর লুক দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা
advertisement
6/20
সাবেকিয়ানার সাজে আধুনিকতার যুগলবন্দি ধরা পড়েছে তাঁর সাজে
advertisement
7/20
শর্ট ফিল্ম ‘ক্লাউন’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি
advertisement
8/20
গত দেড় মাস তিনি দমদমের নাগেরবাজারে রাম কলোনিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন
advertisement
9/20
বিদিশার বাড়িতে বাবা মা ছাড়াও আছেন ১২ বছর বয়সি ছোট বোন
advertisement
10/20
বিদিশার রহস্যমৃত্যু নিয়ে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা
advertisement
11/20
সম্পর্কের টানাপড়েনও দায়ী হতে পারে তাঁর মৃত্যুতে, দাবি ঘনিষ্ঠ মহলে
advertisement
12/20
একাধিক সম্পর্কে তিনি জড়িয়ে পড়েছিলেন বলে জানা যাচ্ছে
advertisement
13/20
তিনি কি আত্মঘাতী হয়েছেন? নাকি এর পিছনে সক্রিয় অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিশ
advertisement
14/20
বিদিশার রহস্যমৃত্যুতে উদ্ধার হওয়া সুইসাইড নোটও পুলিশের অনুসন্ধানে গুরুত্বপূর্ণ
advertisement
15/20
বুধবার রাতে রামগড় কলোনির বাড়ি থেকে উদ্ধার হয় বিদিশার ঝুলন্ত দেহ
advertisement
16/20
মৃত্যুর ১০ দিন আগেও তিনি পল্লবী দে-এর মৃত্যুরহস্যে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে৷
advertisement
17/20
তার পরও কেন এই ঘটনা দেখতে হল? উত্তর হাতড়াচ্ছেন তাঁর প্রিয়জনরা৷
advertisement
18/20
কনের সাজে অন্যদের মুগ্ধ করলেও তাঁর নিজের আর ঘর বাঁধা হল না
advertisement
19/20
অধরা স্বপ্ন অপূর্ণ রেখেই বিদিশা পাড়ি দিলেন অনন্তের পথে
advertisement
20/20
তাঁর অকালমৃত্যুতে অসময়ে ঝরে গেল অসামান্য প্রতিভা৷ এ কথায় সহমত মডেলিং দুনিয়া৷