TRENDING:

Bidisha De Majumdar : 'মা-বাবার থেকেও বেশি ভালবাসতাম' অনুভবের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনেই বিদিশার এই পরিণতি?

Last Updated:
Bidisha De Majumdar : অন্যদিকে বিদিশার বান্ধবী দাবি করেছেন, অভিনেত্রীর এই পরিণতির জন্য দায়ী অনুভব বেরা নামে এক যুবক।
advertisement
1/6
'মা-বাবার থেকেও বেশি ভালবাসতাম' অনুভবের জন্য বান্ধবীকে এমনও বলেছিলেন বিদিশা
বুধবার দমদমের নাগেরবাজার এলাকার বাড়ি থেকে উদ্ধার হয় উঠতি মডেল তথা অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ। সুইসাইড নোটে বিদিশা লিখে গিয়েছেন তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। অন্যদিকে বিদিশার বান্ধবী দাবি করেছেন, অভিনেত্রীর এই পরিণতির জন্য দায়ী অনুভব বেরা নামে এক যুবক। পাশাপাশি কাজের জন্যও বিদিশা অবসাদে ভুগছিলেন বলেও শোনা যাচ্ছে।
advertisement
2/6
বিদিশার ২ বন্ধু ও রুমমেটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সুইসাইড নোট দেখে পুলিশের অনুমান এটি আত্মহত্যাই। সুইসাইড নোটে কাজ নিয়ে অবসাদের ইঙ্গিতও আছে বলে জানা যাচ্ছে।
advertisement
3/6
পাশাপাশি সম্পর্কের টানাপোড়েন নিয়েও ভেঙে পড়েছিলেন। বিদিশারই এক বন্ধু বলেছেন, অনুভব নামে এই যুবক পেশায় জিম ট্রেনার। বিদিশা ছাড়াও তার একাধিক প্রেমিকা আছে বলে জানান সেই বন্ধু। আর তার জেরেই মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন বিদিশা।
advertisement
4/6
সেই বন্ধু বলছেন, সবাই বোঝানো সত্ত্বেও বিদিশা শুনত না। অনুভব নামে ওই যুবকের সঙ্গে বেশ সমস্যা ছিল বিদিশার। বুধবার ভোর ৪টের সময়েও বিদিশা বন্ধুকে ফোন করে কান্নাকাটি করেন।
advertisement
5/6
এমনকি বলেন, অনুভবকে ছাড়া বাঁচবেন না। আত্মহত্যা করে নেবেন। অবশেষে সেই পথই বেছে নিয়েছেন তিনি। এমনকি বন্ধুকে একটি মেসেজে বিদিশা অনুভব সম্পর্কে বলছেন, "আমি মা বাবার থেকেও ওকে বেশি ভালবাসতাম।"
advertisement
6/6
তবে সেই যুবকের দাবি, ঘনিষ্ঠতা থাকলেও সে বিদিশার সঙ্গে সম্পর্কে জড়ায়নি। ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে পুলিশ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bidisha De Majumdar : 'মা-বাবার থেকেও বেশি ভালবাসতাম' অনুভবের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনেই বিদিশার এই পরিণতি?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল