Bhuvan Bam Meets Money Heist’s team: মানি হাইস্ট-এ বড় চমক ! ভুবন বামকে দেখা যেতে পারে সিরিজে !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Bhuvan Bam Meets Money Heist’s team: মাদ্রিদে পৌঁছে গিয়েছেন ভুবন বাম! মানি হাইস্ট টিমে এবার তিনি 'ভুবনেশ্বর' নামে ধরা দিলেন! ডিসেম্বরের ৩ তারিখেই হবে বড় ধামাকা !
advertisement
1/7

মানি হাইস্ট সিজন ৫-এর ভলিউম ২ মুক্তি পাবে ৩রা ডিসেম্বর। মানি হাইস্টের পরের পর্বের জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। শুরু হয়েছে প্রোমোশনের কাজ। নেটফ্লিক্সের এই সিরিজের জনপ্রিয়তা গোটা বিশ্বে। এবার মাদ্রিদে গিয়ে মানি হাইস্ট-এর দলে যোগ দিতে দেখা গেল ভারতের বিখ্যাত ব্লগার, ইউটিউবার ভুবন বামকে। photo source Instagram
advertisement
2/7
ভুবন বাম ভারতের সব থেকে জনপ্রিয় ইউটিউবার। মাসে ইউটিউব ভিডিও থেকেই তাঁর প্রচুর টাকা রোজগার। এবার সেই ভুবন বাম পৌঁছে গেলেন মানি হাইস্ট দলের কাছে। photo source Instagram
advertisement
3/7
সেখানে গিয়ে তিনি দেখা করলেন গোটা টিমের সঙ্গে। টোকিও থেকে প্রফেসর, বার্লিন সকলের সঙ্গে জমিয়ে আড্ডা হল। এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার হতেই নতুন জল্পনা শুরু। photo source Instagram
advertisement
4/7
ইতিমধ্যেই নেটফ্লিক্সের তরফেও এই ছবি শেয়ার করে বলা হয়েছে, তবে কি এবার মানি হাইস্টে দেখা যাবে ভুবন বামকে? তাঁর জন্য একটা ভাল নাম ভাবতেও বলা হল নেটফ্লিক্স থেকে। মানি হাইস্ট টিমে কোন দেশের হয়ে যাচ্ছেন তিনি? তা সাজেস্ট করতে বলা হয়েছে। যদিও এর জবাব ভুবন বাম নিজেই দিয়েছেন। photo source Instagram
advertisement
5/7
ভুবন বাম নেটফ্লিক্সের পোস্টে কমেন্ট করে নিজের জন্য নাম বেছে নিলেন। তিনি লিখলেন, 'ভুবনেশ্বর'। এই নামেই মানি হাইস্টে দেখা যাবে কি তাঁকে? প্রশ্ন করতে থাকেন নেটিজেনরা। photo source Instagram
advertisement
6/7
যদিও মানি হাইস্টে ভুবন বামের অভিনয় করা নিয়ে কোনও সঠিক খবর এখনও পাওয়া যায়নি। ভুবন বামও এ বিষয়ে কিছু জানাননি। photo source Instagram
advertisement
7/7
শুধু ভুবন তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, যে তিনি মাদ্রিদে গিয়েছিলেন একটি সাজেশন দিতে। কীভাবে খুন করা যায় আর্তুরোকে, তা বলতেই গিয়েছিলেন তিনি। যদিও তিনি অভিনয় করছেন কিনা তা জানা যাবে ৩রা ডিসেম্বর। photo source Instagram