Kartik Aryan’s Girlfriend: প্রতীক্ষার আবসান...! কপিলের শো-তেই ফাঁস কার্তিকের গার্লফ্রেন্ডের নাম...এ কী বলে দিলেন বিদ্যা!
- Published by:Rachana Majumder
- trending desk
Last Updated:
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ উপস্থিত হয়েছিলেন কার্তিক। সেখানেই কার্তিককে খোঁচা মারার ভঙ্গিতে বেশ মজা করতে দেখা গিয়েছে তাঁর ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির সহ-অভিনেত্রী বিদ্যা বালানকে।
advertisement
1/8

এমনিতে অভিনেতা কার্তিক আরিয়ানের প্রেমজীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই! ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ উপস্থিত হয়েছিলেন কার্তিক। সেখানেই কার্তিককে খোঁচা মারার ভঙ্গিতে বেশ মজা করতে দেখা গিয়েছে তাঁর ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির সহ-অভিনেত্রী বিদ্যা বালানকে।
advertisement
2/8
কার্তিক কার সঙ্গে ডেট করছেন, সেটাই তাঁর কাছে জানতে চান বিদ্যা। এখানেই শেষ নয়, কার্তিক কার সঙ্গে প্রেম করছেন, বা কার্তিকের জীবনে কেউ থেকে থাকলে তাঁর নাম অভিনেতার মায়ের কাছ থেকে জানতে চান কপিল এবং বিদ্যা।
advertisement
3/8
কার্তিকের সঙ্গে খুনসুটি করে তাঁকে বিদ্যা প্রশ্ন করেন যে, “মেয়েটার নাম কী?” বিদ্যা আরও জানান যে, “শ্যুটিং চলাকালীন টেকের মাঝে মাঝে কার্তিককে ফোনে ব্যস্ত থাকতে দেখা যেত। আর আমি গিয়ে ওর পাশেই দাঁড়িয়ে পড়তাম। ভাবতাম, যদি কোনও ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু শুধু শুনতাম, ও বলছে, ‘মি টু, মি টু’। তাই আমার কোনও ধারণাই নেই।” বিদ্যা আরও বলেন যে, “ওই মি টু নয় কিন্তু।” ইতিমধ্যেই কার্তিক চিৎকার করে উঠে বলেন, “মেয়েটির নাম হল মিটু।”
advertisement
4/8
কার্তিকের কোনও প্রেমিকা আছেন কি না, তা অভিনেতার মায়ের কাছ থেকেও জানতে চান বিদ্যা। এরপর অভিনেতার কাছে সেই মেয়েটির নাম জানতে চান। বিদ্যা বলেন, “আমি একটা প্রশ্ন করি, সত্যিটা জানার জন্য? তাঁর নামটা কী বলুন তো!” জবাবে কার্তিকের মা বলেন যে, “আমি বলছি কার কার নাম নেবে? একটা থাকলে তো বলো!” অভিনেতার মায়ের এহেন জবাব শুনে তাজ্জব হয়ে যান অতিথিরাও।
advertisement
5/8
যদিও এর আগে News18-এর সঙ্গে বিশেষ আলাপচারিতায় বিদ্যা জানিয়েছিলেন যে, কার্তিক সিঙ্গেল। এভাবে সরস ভঙ্গিতে কার্তিকের রিলেনশিপ স্টেটাস জনসমক্ষে প্রকাশ করে একপ্রকার সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটান বিদ্যা।
advertisement
6/8
অভিনেত্রী অবাক ভঙ্গিতে বলেছিলেন যে, “দারুণ। তাহলে এখন ও কি নিজের সমস্ত দরজা খুলে দিয়েছে?” এরপর অভিনেত্রীকে বলা হয়, এই বিষয়ে কোন পরামর্শ তিনি কার্তিককে দিতে চান? জবাবে বিদ্যা বলেন, “একমাত্র সম্পর্ক সংক্রান্ত এই পরামর্শটাই আমি ওকে দিতে চাই যে, একটা সম্পর্কে অন্তত যাওয়া উচিত।”
advertisement
7/8
প্রসঙ্গত ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে আপাতত দেখা যাচ্ছে কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালানকে। দীপাবলির শুভ দিনে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে কার্তিক আর বিদ্যার পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি দিমরির মতো তারকাদের।
advertisement
8/8
এদিকে আবার ওই একই দিনে মুক্তি পেয়েছে অজয় দেবগন এবং রোহিত শেঠির ‘সিংহম এগেইন’। তবে ‘ভুল ভুলাইয়া ৩’ কিন্তু বক্স অফিসে কার্তিক আরিয়ানের কেরিয়ারের সেরা ওপেনিং হিসেবে প্রমাণিত হয়েছে।