Bharti Singh Admitted to Hospital: এ কী হল! হাউহাউ করে কাঁদছেন, হাতে স্যালাইন! হাসপাতালে ভর্তি জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Bharti Singh Hospitalised for Gallbladder Surgery : চিকিৎসকের কাছে গেলে ভারতীর গলব্লাডারে স্টোন ধরা পড়ে। এই মুহূর্তে একটি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে রয়েছেন তিনি। তবে হাসপাতালে থেকে ভারতী তাঁর ছেলে গোলাকে মিস্ করছেন।
advertisement
1/6

তাঁকে আজ অবধি সকলে হাসতে দেখেছেন। হাসাতে দেখেছেন। লাখ লাখ দর্শকের চোখের জল নিমেষে মুছে গিয়েছে তাঁর কমেডি শুনে। সেই ভারতী সিংয়েরই চোখে জল। হাসপাতেলে কাতরাচ্ছেন কমেডিয়ান।
advertisement
2/6
ভারতী সিংয়ের গলব্লাডার অপারেশন হবে। তাই আপাতত তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে রয়েছেন কমেডিয়ান।
advertisement
3/6
গত কয়েকদিন ধরে তাঁর পেটে এত ব্যথা হয়েছে যে, যন্ত্রণায় ঘুমোতে পারেননি। স্বামী হর্ষ লিম্বাচিয়া সব সময়েই পাশে ছিলেন। খেতে পারছিলেন না তিনি। খেলেই শুরু হচ্ছে যন্ত্রণা।
advertisement
4/6
চিকিৎসকের কাছে গেলে ভারতীর গলব্লাডারে স্টোন ধরা পড়ে। হাসপাতালে থেকে ভারতী তাঁর ছেলে গোলাকে মিস্ করছেন।
advertisement
5/6
কপিল শর্মার সঙ্গে কাজ করেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন তিনি। এরপর রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা শুরু করেন। বিগবসেও এসেছেন। হাসিয়েছেন সবাইকে। এখন তো ছেলে গোলাকে নিয়ে সর্বক্ষণ ভিডিও দিতেই থাকেন।
advertisement
6/6
ভক্তদের কাছে ভারতী অনুরোধও করেন, যাতে তাঁরা দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি কিছু খেতে পারছেন না। কিছু খেলেই তাঁর পেটে ব্যথা করছে। অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।