TRENDING:

এক মঞ্চে চার নায়িকার হাড্ডাহাড্ডি লড়াই! কে জিতে নিতে পারবে দর্শকের মন?

Last Updated:
চমক অবশ্য এখানেই শেষ নয়। গানেও থাকছে রথী-মহারথীরা। বাংলা-কাঁপানো গায়ক-গায়িকারা গান গেয়ে শোনাবেন।
advertisement
1/5
এক মঞ্চে চার নায়িকার হাড্ডাহাড্ডি লড়াই! কে জিতে নিতে পারবে দর্শকের মন?
নাচে-গানে-অভিনয়ে এবার নতুন নতুন ধামাকা। থাকছে বড় চমক। এক মঞ্চে চার নায়িকার পারফরম্যান্স!  বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রথম সারির চার নায়িকার ধামাকা পারফরম্যান্স নিয়ে টানটান উত্তেজনা। মানালি দে, দেবলীনা কুমার, দেবাদৃতা এবং দিপান্বিতার চোখ ধাঁধানো নাচে মাতবে গোটা বাংলা।
advertisement
2/5
শেষমেশ কে জিতে নিতে পারবে দর্শকের মন,এই নিয়ে চলতে থাকবে চাপা টেনশন। চারজন আলাদা ভাবেই পারফরম্যান্স করবেন, সমসাময়িক গানের সঙ্গেই তাঁরা পা মেলাবেন।
advertisement
3/5
প্রত্যেকেই দারুণ পারফর্মার, চার নায়িকার ফ্যানদের মধ্যে নিশ্চয়ই চলবে চাপা উত্তেজনা, কে কুড়িয়ে নেবে দর্শকের বেশি হাততালি?
advertisement
4/5
চমক অবশ্য এখানেই শেষ নয়। গানেও থাকছে রথী-মহারথীরা। বাংলা-কাঁপানো গায়ক-গায়িকারা গান গেয়ে শোনাবেন। থাকছেন বাবুল সুপ্রিয়, সমিধ-উরভী, অদিতি মুন্সি, তীর্থ, অনুষ্কা পাত্র, প্রণয়, সুচিস্মিতাদের মত তাবড় তাবড় সব শিল্পীরা। গোটা অনুষ্ঠানটা এক সুতোয় গেঁথে দেবে দুই খুদে শিল্পী সৌম্য সাহা এবং শুভশ্রী।
advertisement
5/5
এই  খুদে দুয়ের সঞ্চালনা এবারের 'প্রানের উৎসব'-এ নতুন প্রাণ সঞ্চার করতে চলেছে। গোটা অনুষ্ঠান গাঁথা হয়েছে মিষ্টি গল্পে। এসেছে 'ভূতের রাজা'! সব মিলিয়ে নাচে-গানে-মজায় ভরপুর এবারের 'প্রাণের উৎসব'।
বাংলা খবর/ছবি/বিনোদন/
এক মঞ্চে চার নায়িকার হাড্ডাহাড্ডি লড়াই! কে জিতে নিতে পারবে দর্শকের মন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল